দৈনিকবার্তা-গৌরনদী (বরিশাল) ০৭ সেপ্টেম্বর, ২০১৫: দ্বিতীয় দফায় কলেজ ছাত্রীকে অপহরনের চেষ্ঠাকালে স্থানীয়রা এক বখাটেকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোর্পদ করেছে৷ সোমবার দুপুরে আটককৃতকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়৷ ঘটনাটি ঘটেছে বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার দত্তেরাবাদ গ্রামে৷
জানা গেছে, গৌরনদী উপজেলার মাহিলাড়া ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেনীর ছাত্রী ও দত্তেরাবাদ গ্রামের মনিরম্নল ইসলামের কন্যা নাসরিন আক্তারকে প্রেমের প্রসত্মাব দিয়ে ব্যর্থ হয়ে ২০১৩ সালের ২১ আগস্ট কৌশলে অপহরণ করে পাশ্ববর্তী ছয়গ্রাম এলাকার মৃত হোসেন আকনের পুত্র রবিউল আকন৷ পরবর্তীতে ওই কলেজ ছাত্রীর অশস্নীল ছবি তুলে বখাটে রবিউল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করে৷ পুলিশ কৌশলে অপহৃতাকে উদ্ধার করলেও রবিউল পালিয়ে যেতে সক্ষম হয়৷ সেই থেকে বখাটে রবিউল পলাতক ছিলো৷ ওই ঘটনায় কলেজ ছাত্রী বাদি হয়ে আদালতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন৷ আদালত ওই মামলায় রবিউলের বিরম্নদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারি করে৷ এতে ক্ষিপ্ত হয়ে রবিবার দুপুরে কলেজ থেকে বাড়ি ফেরার পথিমধ্যে রবিউল তার সহযোগীদের নিয়ে পূর্ণরায় কলেজ ছাত্রীকে অপহরনের চেষ্ঠা করে৷ এসময় তার (নাসরিন) ডাকচিত্কারে স্থানীয়রা এগিয়ে আসলে বখাটেরা পালিয়ে যায়৷ ওইদিন বিকেলে বখাটেরা নাসরিনের বাড়ি সংলগ্নস্থান থেকে জোড়পূর্বক তুলে নেয়ার চেষ্ঠাকালে স্থানীয়রা ধাওয়া করে বখাটে রবিউলকে আটক করে গণধোলাই দেয়৷ খবর পেয়ে গৌরনদী থানা পুলিশ আটককৃত বখাটে রবিউলকে উদ্ধার করে থানায় নিয়ে আসে৷ সোমবার সকালে তাকে (রবিউল) আগৈলঝাড়া থানায় সোর্পদ করা হয়৷ঘটনার সত্যতা স্বীকার করে আগৈলঝাড়া থানার ওসি মো. মনিরম্নল ইসলাম বলেন, আদালতের জারিকৃত গ্রেপ্তারী পরোয়ানায় তাকে (রবিউলকে) গ্রেপ্তার দেখিয়ে সোমবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে৷