দৈনিকবার্তা-গাজীপুর, ৬ সেপ্টেম্বর ২০১৫: জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মানন্নোয়নে ২০১৮ সালের মধ্যভাগ হতে বিশ্ববিদ্যালয়কে সম্পূর্ণ সেশনজট মুক্ত করা হবে।এরই প্রেক্ষিতে ২০১৫-১৬ স্নাতক (সম্মান) ভর্তি প্রক্রিয়া ১ অক্টোবর থেকে শুরু হচ্ছে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতরের পরিচালক (ভারপ্রাপ্ত) মোঃ ফয়জুল করিম রবিবার সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বর্ষের সেশনজট নিরসনে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ক্রাশ প্রোগ্রাম গ্রহণ করেছে। শিক্ষার মানন্নোয়নে ২০১৮ সালের মধ্যভাগ হতে বিশ্ববিদ্যালয়কে সম্পূর্ণ সেশনজট মুক্ত করা হবে। এরই প্রেক্ষিতে ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি প্রক্রিয়া আগামী ১ অক্টোবর থেকে শুরু হবে। ২০১৫-১৬ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি এস এস সি ও এইচ এস সি এর প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে হবে এবং কোনো ভর্তি পরীক্ষা গ্রহণ করা হবে না। ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস ১ ডিসেম্বর ২০১৫ হতে শুরু হবে। ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য শিক্ষার্থীদের ভর্তি নির্দেশিকা ও ওয়েব সাইট-এর মাধ্যমে যথাসময়ে জানানো হবে। উল্লেখ্য, স্নাতক (সম্মান) ব্যতিত অন্যান্য সকল ভর্তি কার্যক্রম এস এস সি ও এইচ এস সি এর প্রাপ্ত ফলাফলের ভিত্তিতেই হয়ে থাকে।