2015_09_06_16_07_36_6clZR9vL3akiREYNrU93aKNCFTJaBU_800xauto

দৈনিকবার্তা-ঢাকা, ০৬ সেপ্টেম্বর ২০১৫: বিদ্যুৎ ও গ্যাসের মূল্য বৃদ্ধির কারণে সাধারণ মানুষ নানান দিক থেকে দুর্ভোগের মধ্যে পড়বে, আর এই গণবিরোধী ভূমিকার জন্যই সরকার শিগগিরই গণ বিক্ষোভের মুখে পড়বে বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি।রোববার জাতীয় প্রেসক্লাবের ছোট হলরুমে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি আয়োজিত যাত্রী স্বার্থ জলাঞ্জলি দিয়ে গণপরিবহণের ভাড়া নির্ধারণের পাঁয়তারার প্রতিবাদ শীর্ষক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, গণশুনানির ৩ মাসের মধ্যে বিদ্যুৎ, গ্যাসের দামের ব্যাপারে সিদ্ধান্ত নেয়ার কথা থাকলেও ৭ মাস পরে দাম বাড়ানো সম্পূর্ণ বেআইনি।

সরকার নানান ভাবে জনগণের পকেট কাটার চেষ্ট করছে মন্তব্য করে সাকি বলেন, তেলের দাম বাড়লে গ্যাস চালিত গাড়ির ভাড়া বাড়ানো হয়। আবার গ্যাসের দাম বাড়লে তেল চালিত গাড়ি ভাড়া বাড়ানো হয়। অথচ সরকারের এই দিকে কোনো নজর নাই।সিএনজি চালিত অটোরিকশার ভাড়া ৬০ শতাংশ বাড়ানোর জন্য বিআরটিএ’র পক্ষ থেকে মন্ত্রণালয়ে পত্র পাঠানো হয়েছে জানিয়ে যাত্রী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, ‘যাত্রী সাধারণের মতামতের তোয়াক্কা না করেই গত ১ সেপ্টেম্বর থেকে সিএনজি গ্যাসের দাম বাড়ানোর পর পুনরায় বাস ও অটোরিকশার ভাড়া বাড়ানোর কথা শোনা যাচ্ছে। এভাবে বাস ও অটোরিকশার ভাড়া নির্ধারণ করা হলে যাত্রী স্বার্থ চরমভাবে লঙ্ঘিত হবে। এ সময় তিনি যাত্রী স্বার্থ রক্ষায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার ভাড়া নির্ধারণ কমিটি ও ব্যয় বিশ্লেষণ কমিটিতে মালিক-শ্রমিক প্রতিনিধিদের পাশাপাশি সংখ্যানুপাতিক হারে যাত্রী প্রতিনিধিও রাখার দাবি জানান। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাসদ নেতা রাজেকুজ্জামান রতন, যাত্রী কল্যাণ সমিতির সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান, ভাড়াটিয়া অধিকার আন্দোলনের নেতা বাহারানে সুলতান বাহার, অনলাইন অ্যাক্টিভিস্ট তন্ময় প্রমুখ।