national-university_37973

দৈনিকবার্তা-ঢাকা, ৬ সেপ্টেম্বর, ২০১৫ : এসএসসি ও এইচএসসির ফলাফলের ভিত্তিতেই এবার জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষে শিক্ষার্থী ভর্তি করা হবে বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে।রোববার জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০১৫-১৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের ভর্তি প্রক্রিয়া আগামী ১ অক্টোবর থেকে শুরু হবে।এসএসসি ও এইচএসসির ফলের ভিত্তিতে শিক্ষার্থী ভর্তি করা হবে। কোনো ভর্তি পরীক্ষা গ্রহণ করা হবে না। গত ১৩ জুন বিশ্ববিদ্যালয় সিনেটের ১৭তম বার্ষিক অধিবেশনে ফলের ভত্তিতে শিক্ষার্থী ভর্তির আলোচনা হয়।এরপর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রথমবর্ষে ভর্তি প্রক্রিয়া শুরুর তারিখ ঘোষণা করলেও কোন পদ্ধতিতে ছাত্রছাত্রী ভর্তি করা হবে এ নিয়ে দ্বিধায় ছিলেন শিক্ষার্থীরা। গতবছরও পরীক্ষার মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তি করা হয়েছিল।এবার ১ ডিসেম্বর থেকে প্রথম বর্ষের শিক্ষার্থীদের ক্লাস শুরু করা হবে জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিস্তারিত তথ্য ভর্তি নির্দেশিকা এবং বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের মাধ্যমে ‘যথাসময়ে’ জানানো হবে।