দৈনিকবার্তা-কুমিল্লা, ০৬ সেপ্টেম্বর ২০১৫: বিএনপি অনেক দিন ধরে বলে এলেও এবার খোদ প্রধানমন্ত্রীর দূত এইচ এম এরশাদ বলেছেন, বাংলাদেশে বর্তমানে প্রতিবাদ করার মতো পরিবেশ নেই।তিনি বলেন, দেশে এখন গণতন্ত্র ও আইনের শাসন নেই বলে মন্তব্য করেন বিরোধী দল জাতীয় পার্টির চেয়ারম্যান। রোববার দুপুরে কুমিল্লা দক্ষিণ জেলা জাতীয় পার্টির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। জাতীয় পার্টির চেয়ারম্যান রোববার কুমিল্লায় দলের কুমিল্লা দক্ষিণ জেলার সম্মেলনে বক্তব্যে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে হতাশা প্রকাশ করেন।এরশাদ বলেন, জনগনের ভালোবাসা নিয়ে জাতীয় পার্টি আবারো ক্ষমতায় আসবে। মানুষ পরিবর্তন চায়। কারণ দেশে আজ গণতন্ত্র নেই। সুশাসন নেই, ভোটের অধিকার, ভাতের অধিকার, বেচেঁ থাকার অধিকার নেই।তিনি বলেন, এখন মানুষ প্রতিবাদের ভাষাও হারিয়ে ফেলেছে। প্রতিবাদ করলেই তার লাশ পরদিন রাস্তাঘাটে পড়ে থাকে, না হয় গুম অথবা হত্যা করা হয়। তাই মানুষ আজ ভীতসন্ত্রস্ত।আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের শরিক দল জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদ বলেন, দেশের মানুষ বাক স্বাধীনতা হারিয়ে ফেলেছে। বাঁচার অধিকার, ভোটের অধিকার, হারিয়ে ফেলেছে। প্রতিবাদ করলে লাশ পাওয়া যাবে রাস্তায়। প্রতিদিন মানুষ নিগৃহীত হচ্ছে।
গ্যাস-বিদ্যুতের দাম বাড়ানোয় ক্ষোভ প্রকাশ করে সংসদে প্রধান বিরোধী দলের এই নেতা বলেন, এসবের দাম বাড়ানোর কোনো যুক্তি নেই।অনেকে তাদের এসবের দাম বাড়াতে বারণ করেছেন। তারা কারও কথা শোনে না। জনগণের চোখের পানি এ সরকার বোঝে না। এর জন্য এ সরকারকে একদিন জবার দিতে হবে।কুমিল্লা টাউন হলের অনুষ্ঠানে এরশাদের এই বক্তব্যের সময় শেখ হাসিনার সরকারের পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদও ছিলেন। তিনি জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য। বাংলাদেশে এখন সুশাসন নেই দাবি করে এরশাদ বলেন, আমাদের সময় ছাত্ররা শিক্ষকদের পা ছুঁয়ে সালাম করত। এখন দেখি ছাত্রদের হাতে শিক্ষকদের মার খেতে হয়।আইন-শৃঙ্খলা পরিস্থিতি হেলে পড়েছে। কোথাও আইন-শৃঙ্খলা নেই। আওয়ামী লীগ ও বিএনপিকে বাদ দিয়ে জনগণ এখন জাতীয় পার্টিকে ক্ষমতায় দেখতে চায় দাবি করে দলের নেতা-কর্মীদের সক্রিয় হওয়ার আহ্বান জানান এরশাদ। কুমিল্লা টাউন হলে সংসদ সদস্য নুরুল ইসলাম মিলনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সম্মেলনে বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, রৌশনারা মান্নান এমপি, এইচ এন শফিকুর রহমান, ওবায়দুল কবীর মোহনসহ স্থানীয় নেতারা। সম্মেলনে ১৫ সদস্যের কুমিল্লা দক্ষিণ জেলা জাতীয় পার্টিও কমিটি ঘোষণা করা হয়। সভাপতি হয়েছেন নুরুল ইসলাম মিলনকে এবং সাধারণ সম্পাদক করা হয়েছে এ এইচ এম শফিকুর রহমানকে। এ দুজনের নাম ঘোষণা করে এরশাদ বলেন, কমিটির বাকি সদস্যদের নাম পরে জানানো হবে।