Jhenidah mobile coutre Photo

দৈনিকবার্তা-ঝিনাইদহ, ০৬ সেপ্টেম্বর ২০১৫:  ঝিনাইদহ শহরের বিভিন্ন ব্যবসায় প্রতিষ্ঠানে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার সকালে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিনাত ফৌজিয়া এ অভিযান পরিচালনা করেন। ডিলিং লাইসেন্স ব্যতিত ব্যবসা করার অপরাধে শহরের এসএম স্টীল কর্ণার, জামান ট্রেডার্স, মেসার্স এমকে এন্টারপ্রাইজ ও মিঠু ট্রেডার্সে অভিযান চালানো হয়। সেসময় অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন ১৯৫৬ সালের ৬ (ক) ধারা মোতাবেক প্রত্যেককে বিভিন্ন অংকে জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতে সদর থানার এস আই সুজন কুমার মন্ডল সঙ্গীয় ফোর্স নিয়ে উপস্থিত ছিলেন। এ অভিযান অব্যাহত থাকবে বলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিনাত ফৌজিয়া জানান।