islamic-state-syria75920150905181402

দৈনিকবার্তা-ঢাকা, ০৫ সেপ্টেম্বর ২০১৫: সিরিয়ার উত্তরাঞ্চলে ইসলামিক স্টেট গ্রুপ (আইএস) ও বিদ্রোহীদের মধ্যে ব্যাপক সংঘর্ষে কমপক্ষে ৪৭ জন নিহত হয়েছে৷ শনিবার ব্রিটেন ভিত্তিক মানবাধিকার বিষয়ক সিরীয় পর্যবেক্ষণ সংস্থা জানায়, শুক্রবার আলেপ্পো প্রদেশে সংঘর্ষে ২০ ইসলামপন্থী ও অন্য বিদ্রোহী যোদ্ধা নিহত হয়েছে৷ অপরদিকে এ সংঘর্ষে ২৭ জন জিহাদিও প্রাণ হারায়৷বিদ্রোহীদের গুরুত্বপূর্ণ ঘাঁটি মারিয়া শহরে তাদের মধ্যে এ ভয়াবহ সংঘর্ষ হয়৷ ইসিরিয়ার উত্তরাঞ্চলে ইসলামিক স্টেট গ্রুপ (আইএস) ও বিদ্রোহীদের মধ্যে ব্যাপক সংঘর্ষে কমপক্ষে ৪৭ জন নিহত হয়েছে৷ ওই শহরে এখনো যুদ্ধ চলছে৷ শহরটি বর্তমানে বিদ্রোহীদের নিয়ন্ত্রণে রয়েছে৷আলেপ্পোর উত্তরাঞ্চলে বিদ্রোহী নিয়ন্ত্রিত যতগুলো শহর রয়েছে মারিয়া সেগুলোর অন্যতম৷ উল্লেখ্য, ২০১১ সালের মার্চ মাসে সংঘাত শুরুর পর থেকে সিরিয়ায় দুই লাখ ৪০ হাজারের বেশী লোক প্রাণ হারিয়েছে৷