দৈনিকবার্তা-ঢাকা, ০৫ সেপ্টেম্বর ২০১৫: মানবতাবিরোধী বিচারে সাজাপ্রাপ্ত আসামি সাকা চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরী ওরফে কোকোকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত৷২০০৮ সালের গুলশান থানায় একটি হত্যা চেষ্টার মামলার ওয়ারেন্ট মূলে তাকে গ্রেফতার করা হয়েছে৷ধানমণ্ডি থানার পুলিশ ওয়ারেন্ট মূলে হুম্মাম কাদের চৌধুরীকে গ্রেফতার করে শনিবার সিএমএম আদালতে পাঠায়৷ আদালতে তার পক্ষে জামিনের আবেদন করেন আইনজীবী ফায়েকুজ্জামান ফিরোজ৷
এদিকে, জামিন শুনানির জন্য রোববার দিন ধার্য করে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহের নিগার সূচনা হুম্মাম চৌধুরীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন৷সাত বছর আগের একটি মারামারির মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার মুনতাসীরুল ইসলাম জানিয়েছেন৷
তিনি বলেন, ২০০৮ সালের জুলাই মাসের একটি মারামারির মামলায় ধানমণ্ডি থানা পুলিশ আজ (শনিবার) তাকে গ্রেপ্তার করেছে৷ ধানমণ্ডির বাসা থেকে সকালে হুম্মামকে গ্রেপ্তার করা হয়৷ আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে৷হুম্মামের বিরুদ্ধে সালাউদ্দিন কাদেরর যুদ্ধাপরাধের রায় ফাঁসের মামলাও রয়েছে৷