rab-arrest-31740

দৈনিকবার্তা-ঢাকা, ০৫ সেপ্টেম্বর ২০১৫: রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে অপহরণকারী চক্রের সাত সদস্যকে আটক এবং অপহরণকৃত দু’জনকে উদ্ধার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-১) সদস্যরা৷ এই চক্রের সদস্যরা গোয়েন্দা পুলিশ পরিচয় দিয়ে অপহরণ করে মুক্তিপণ আদায় ও বিভিন্ন স্থানে ছিনতাই করতো বলে জানা গেছে৷আটককৃতরা হচ্ছে- জসিম (৩৫),শহীদুল ইসলাম বুলবুল (৪৫), সোহাগ হাওলাদার (২৩) সোহাগ মিয়া (২৯), মনির মাতুব্বর (২৫), সানাউল বেপারী (৪২) ও নিপা বেগম (২৮)৷এসময় অপহরণকারী চক্রের কাছে থেকে দুইজনকে উদ্ধার করেছে র্যাব৷

র্যাব সূত্রে জানাগেছে শুক্রবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়৷ তাদের কাছ থেকে ৫০ হাজার টাকা,একটি লোকালগান, ৬টি মোবাইল ফোন সেট, চুরি করা একটি সোনার আংটি ও একটি হাত কড়া উদ্ধার করা হয়৷ এছাড়া অপহরণ কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস উদ্ধার করা হয়৷র্যাব-১ সুত্রে জানা যায়, গত ২৮ আগস্ট একটি লিখিত অভিযোগের প্রেৰিতে র্যাব জানতে পারে, গোয়েন্দা (ডিবি) পরিচয়ে একটি সংঘবদ্ধ চক্র একজন মধ্যবয়সী মহিলা ও তার ভাইকে অপহরণ করে চার লাখ টাকা মুক্তিপণ দাবি করছে৷ তারা মুক্তিপণের টাকা বিকাশের মাধ্যমে পাঠাতে বলে৷ এই অভিযোগের ভিত্তিতে র্যাবের একটি দল অপহৃত ব্যক্তিকে উদ্ধার ও অপরাধীদের আটক করতে তদনত্মে নামে৷ এক পর্যায়ে প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই দলটিকে অনুসরণ করা হয় এবং হযরত শাহজালাল আনর্ত্মজাতিক বিমানবন্দর এলাকা থেকে শুক্রবার রাতে অভিযান চালিয়ে তাদের আটক করে৷ র্যাব ১ এর অপারেশন অফিসার এএসপি মুহিত কবির জানান, তারা এর আগেও একইভাবে বেশ কয়েকজনকে অপহরণের পর নির্যাতন করে মুক্তিপণ আদায় করে ছেড়ে দিয়েছে৷ তাদের দলনেতা জসিমের বিরুদ্ধে বিভিন্ন থানায় ইয়াবা, জালনোট, গাড়ী চুরিসহ বিভিন্ন অপরাধে ৮ থেকে ১০ টি মামলা রয়েছে৷