2015_09_05_12_15_53_kaolggen8nlwld1p6964oc4pithacn_original_319133

দৈনিকবার্তা-ঢাকা, ০৫ সেপ্টেম্বর ২০১৫: বিএনপিচেয়ারপার্সনের উপদেষ্টা ও গাজীপুর সিটি করপোরেশনের বরখাস্ত হওয়া মেয়র এম এ মান্নানকে বিদেশে নিয়ে চিকিৎসা করানোর জন্য তার মুক্তি দাবি করেছেন স্ত্রী সাজেদা মান্নান। তা না হলে তিনি মারা যেতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবে এম এ মান্নানের পরিবারের পক্ষ থেকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ আশঙ্কা প্রকাশ করেন। অসুস্থ মান্নানের মুক্তির দাবি ও তার উন্নত চিকিৎসার দাবিতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।লিখিত বক্তব্যে সাজেদা মান্নান বলেন, এম এ মান্নান দীর্ঘ দিন ধরে হার্ট, কিডনি ও ডায়াবেটিস রোগে আক্রান্ত। তাকে গ্রেফতারের পর একের পর এক রিমান্ডে নিয়ে নির্যাতনে তিনি আরো অসুস্থ হয়ে পড়েন। বর্তমানে তিনি শয্যাশায়ী ও মৃত্যু পথযাত্রী। তাই বিদেশে বিশেষজ্ঞ ডাক্তারের তত্ত্বাবধানে উন্নত চিকিৎসা করানো জরুরি। উন্নত চিকিৎসা দেয়া না হলে তার মৃত্যুর আশঙ্কা রয়েছে।

তিনি বলেন, গাজীপুরবাসীর আশা এম এ মান্নান দ্রুত মুক্তি ও চিকিৎসা শেষে সুস্থ হয়ে আবার মেয়রের দায়িত্ব পালন করবেন। এক্ষেত্রে সরকার যাতে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি না করে, সেটাই গাজীপুরের মানুষ প্রত্যাশা করে।সাজেদা মান্নান বলেন, আমার স্বামীর বিরুদ্ধে ১১টি ভিত্তিহীন নাশকতার মামলা দেয়া হয়েছে। এসব সাজানো মামলার অজুহাত দেখিয়ে মেয়র পদ থেকে তাকে সাময়িকভাবে অব্যাহতি দেয়া হয়েছে, যা অত্যন্ত ঘৃণিত পদক্ষেপ। গাজীপুর নগরীর ৫০ লাখ মানুষ এতে স্তম্ভিত ও উদ্বিগ্ন।

তিনি বলেন, বিচারকাজ শেষ না হওয়া পর্যন্ত কোনো ব্যক্তিকে দোষী সাব্যস্ত করা যায় না। অথচ সাজানো মিথ্যা বিচারধীন মামলা সমাপ্ত হওয়ার আগেই মেয়র পদ থেকে মান্নানকে সাময়িকভাবে অব্যাহতি দেয়া হয়েছে। যা অত্যন্ত ঘৃণিত ও দুঃখজনক। ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার আইনের শাসনের অপব্যবহার করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ।হান্নান শাহ বলেন, জনগণের ভোটে নির্বাচিত মেয়রদের সরকার কাজ করতে দিচ্ছে না। মিথ্যা মামলায় প্রতিনিয়ত তাদেরকে হয়রানি করা হচ্ছে। কারণ বর্তমান সরকার একটি অনির্বাচিত সরকার। আর এ কারণে তারা নির্বাচিত মেয়রদের কাজ করতে দিতে চায় না।বিএনপির পক্ষ থেকে বন্দি মেয়রদের কোন সহযোগিতা করা হচ্ছে কি না- জানতে চাইলে তিনি বলেন, কেন্দ্রীয়ভাবে তাদের আইনের সহযোগিতা করা হচ্ছে। এছাড়া বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা আইনজীবীদের কাজ করার জন্যও নির্দেশ দিয়েছেন।

একই অনুষ্ঠানে বিএনপির সাংগঠনিক সম্পাদক ও গাজীপুর জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলন বলেন, তিনটি কারণে এম এ মান্নানকে মিথ্যা মামলায় গ্রেপ্তার করেছে সরকার। কারণ এম এ মান্নান জনগণের ভোটে নির্বাচিত, আর বর্তমান সরকার অনির্বাচিত। মান্নান সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীকে লাখ লাখ ভোটে পরাজিত করেছেন। এছাড়া বর্তমান সরকারের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতিসহ সবাই অনির্বাচিত বলেই এম এ মান্নানকে মিথ্যা মামলায় গ্রেপ্তার করা হয়।এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য হুমায়ুন কবির খান, ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল মোতালেব প্রমুখ। উল্লেখ্য, নাশকতার মামলায় গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচিত মেয়র মান্নানকে গত ১১ ফেব্র“য়ারি পুলিশ গ্রেফতার করে। মামলায় অভিযুক্ত হওয়ার পর স্থানীয় সরকার মন্ত্রণালয় তাকে মেয়র পদ থেকে বরখাস্তও করে।