Hathazari-Dead-Akters-Family

দৈনিকবার্তা-হাটহাজারী, ০৫ সেপ্টেম্বর ২০১৫: এগার ভাই-বোনের মধ্যে তিনি ছিলেন তৃতীয়। পড়াশুনা করেছেন এসএসসি। বড় দুই ভাইয়ের সহযোগীতায় জীবন-জীবিকার তাগিদে আজ থেকে প্রায় ১০ বছর আগে মধ্যপ্রাচ্যে (সংযুক্ত আরব আমিরাত) পাড়ি জমিয়েছিল হাটহাজারী উপজেলার ধলই ইউনিয়নের হাধুর খিল গ্রামের মৃত মো. আবদুল হালিম এর পুত্র আকতার হোসেন (৪০)। প্রায় ২ বছর ওই দেশের মাঠিতে কায়িক শ্রমে উর্পাজিত অর্থ নিয়ে দেশে ফিরে এসে জীবন সঙ্গীনি হিসেবে বেছে নেয় একই উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের মুহুরী বাড়ির কবির আহাম্মদ এর কণ্যা বিলকিছ আক্তারকে। বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর তাদের দাম্পত্য জীবনে আলফা (৭) ও আকিলা (২) নামে দুইটি কণ্যা সন্তানের জন্ম হয়। এরপর স্বপ্ন ছিল তার জীবন সঙ্গীনি, কণ্যাদ্বয় ও তার পরিবার-পরিজন নিয়ে সুখের একটি সংসার রচনা করা। কিন্তু গত বুধবার সংযুক্ত আরব আমিরাত এর রাজধানী আবুধাবীর আলআইন সড়কে আল খাজনাতে একটি সড়ক দূর্ঘটনায় তার (আকতার) মৃত্যুর মধ্য দিয়ে ওই স্বপ্ন এর অবসান ঘটেছে কান্না জজড়িত কন্ঠে এ প্রতিবেদককে জানান নিহত আকতারের ছোট ভাই শওকত আকবর।

তিনি আরো জানান, আমাদের সত্তরোর্দ্ধ গর্ভধারীনি মা মরিয়ম বেগমকে এখনও জানাতে পারিনি যে আমার বড় ভাই আকতার আর এ নিষ্টুর পৃথিবীতে আর নেই। তাকে (মা) শুধু বলা হয়েছে আকতার ভাই সড়ক দূর্ঘটনায় আহত হয়েছেন। আর আহত হওয়ার খবর পেয়ে আমার অসুস্থ মা এখন নাওয়া-খাওয়া ছেড়ে দিয়ে আকাশ পানে তাকিয়ে নিঘুম রাত কাটাচ্ছেন কবে নাগাদ ছেলে সুস্থ হওয়ার খবর তার কাছে এসে পৌছঁবে বলে। জানি না এভাবে আর কত দিন মিথ্যার আশ্রয় নিয়ে থাকতে পারব। তবে এইতো তিন-চার দিন পর যখন ভাই এর নিথর দেহখানি লাশ হয়ে এ দেশের মাটিয়ে ফিরে আসবে তখন হয়তো আমি মা এর কাছে মিথ্যুক ছেলে বলে প্রামাণিত হব।

এদিকে আকতার হোসেন এর এমন অস্বাভাবিক মৃত্যুটি কোনভাবেই মেতে নিতে পারছে না তার প্রাণপ্রিয় স্ত্রী বিলকিছ আক্তার। তিনি তার স্বামীর চিন্তায় সন্তানদের বুকে জড়িয়ে বিলাপ করতে করতে বারংবার মূর্ছা যাচ্ছে। তবে তাকে সান্ত¦না দেওয়া ভাষা যেন কারো কাছে জানা নেই। হাটহাজারী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির শিক্ষার্থী আলফা ও আকিলা মায়ের আতœনাৎ দেখে খাওয়া-দাওয়া ছেড়ে বাবার জন্য চোখ দিয়ে ঝরাচ্ছেন নুনা জল।

উল্লেখ্য, সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবীর আল আইন রোডের আল খাজনাতে গত বুধবার (২ সেপ্টাম্বর) সকালে সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশী নিহত হয়েছেন। নিহত ৩ জনের মধ্যে আকতার হোসেন এর বাড়ি হাটহাজারী উপজেলায়।ওই দিন সকালে তারা কাজের উদ্দ্যেশে আবুধাবী থেকে আল আইন যাওয়ার পথে আনুমানিক সকাল ৭টার সময় আল খাজনাতে এসে হঠাৎ তাদের গাড়ীর এক্সসেল ভেঙ্গে যায় কিন্তু গাড়ী গতি বেশি থাকায় গাড়ী নিয়ন্ত্রন হারিয়ে সড়কের পাশের লিন্টারের সাথে ধাক্কা মারে এই সময় ঘটনাস্থলেই ওই ৩জন মারা যায়।

এদিকে আকতার হোসেন এর পরিবারে চলছে শোকের মাতম। আবুধাবীর আলআইন সড়কে আল খাজনাতে সড়ক দূর্ঘটনায় নিহত হওয়ার খবর মিডিয়া মারফত সর্বত্র ছড়িয়ে পড়ে। এ খবর তার পরিবারে এসে পৌছঁলে এক হ্নদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। আকতারের নিহত হওয়ার সংবাদে এলাকার আকাশ-বাতাস ভারী হয়ে উঠে। তার পরিাবারের কান্নার রোল থামছে না।নিহতের লাশ দেশে ফিরিয়ে আনার ব্যাপারে জানতে চাইলে তার পরিবারের সদস্যরা এ প্রতিবেদককে জানান, আকতারের আরো ৩ভাই ওই দেশে কর্মরত আছে। তারা দূতাবাসের কর্মকর্তাদের সাথে কথা বলেছেন। সব ধরনের প্রসেসিং শেষ করে আগামী মঙ্গলবারের মধ্যে যতদ্রুত সম্ভব নিহত আকতার হোসেন এর লাশ দেশে পাঠানোর ব্যাপারে দূতাবাস আশ্বাস প্রদান করেছেন।