দৈনিকবার্তা-ফেনী, ৪ সেপ্টেম্বর ২০১৫: বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) মেধা তালিকায় প্রথম হয়েছেন ফেনীর সোনাগাজী উপজেলার চরদরবেশ ইউনিয়নের দক্ষিন চরদরবেশ গ্রামের মো: ওয়ালিদ বিন কাশেম।জানাযায়, ৩৪তম বিসিএস-এ মোট ৪৬ হাজার ২ শত ৫০ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। এদের মধ্যে মেধাতালিকার ভিত্তিতে প্রাথমিক ভাবে বিভিন্ন ক্যাডারে ১৫৯ জনের নিয়োগের তালিকা প্রকাশ করেছেন বাংলাদেশ সিভিল সার্ভিস কমিশন। সে তালিকায় ও সোনাগাজীর কৃতি সন্তান দক্ষিন চরদরবেশ গ্রামের মো: আবুল কাশেমের ছেলে ওয়ালিদ বিন কাশেম প্রথমে রয়েছেন।
ওয়ালিদ বিন কাশেম ২০০৩ সালে ঢাকা মতিঝিল সরকারী বয়েজ হাইস্কুল থেকে এসএসসিতে বিজ্ঞান বিভাগ থেকে জিপি-৫ পেয়ে উত্তীর্ণ হন। ২০০৫ সালে ঢাকা নটরডেম কলেজ থেকে বিজ্ঞান বিভাগে এইচএসসি পাশ করেন। এরপর ঢাকা আহসান উল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে গ্রেজুয়েশন লাভ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইনস্টিটিউট অব রিনুয়েবল এনার্জি বিভাগে মাষ্টার্সে ভর্তি হন। সেখান থেকে বৃত্তি পেয়ে উচ্চতর ডিগ্রী নিতে জাপানের নাগোয়া ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে চলে যান। বর্তমানে তিনি সেখানে অধ্যয়নরত। তার বাবা মো: আবুল কাশেম সংস্থাপন মন্ত্রনালয়ের সাবেক অতিরিক্ত সচিব ছিলেন। ওয়ালিদ বিন কাশেম জানান, আল্লাহর রহমতে আমার ধৈয্য এবং পরিশ্রম আমাকে সফলতা এনে দিয়েছে। বিসিএস ক্যাডার হওয়ার স্বপ্ন ছিল, কিন্তুু প্রথম হয়ে যাবো ভাবিনি। আমার জন্য সবাই দোয়া করবেন যেন সোনাগাজীর হয়ে দেশের জন্য কাজ করতে পারি। তার এই সফলতায় সোনাগাজীবাসী আনন্দিত।