feni2

দৈনিকবার্তা-ফেনী, ৪ সেপ্টেম্বর ২০১৫: ফেনীতে বিপুল পরিমান শাড়ি ও কসমেটিক্্র আইটেম আটক করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)। আটককৃত শাড়ি ও কসমেটিক্্র এর মূল্য ৫২ লাখ ৯৬ হাজার ৩শ ৮০ টাকা।বিজিবি সূত্র জানায়, হাবিলদার মো. লিটন তালুকদার এর নেতৃত্বে একটি টহল দল পরশুরাম উপজেলার মোহাম্মদপুর এলাকা থেকে গতকাল শুক্রবার দুপুরে ২ লাখ ৬৬ হাজার ৩৮০ টাকা মূল্যের বিভিন্ন প্রকার ভারতীয় কসমেটিকস্ আইটেম ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নায়েব সুবেদার মোঃ ইমতিয়াজুর রহমান এর নেতৃত্বে ব্যাটালিয়ন সদরের একটি টহল দল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লালপুল এলাকা থেকে গত বৃহস্পতিবার বিকালে ৫০ লাখ ৩০ হাজার টাকা মূল্যের বিপুল পরিমান বিভিন্ন প্রকার ভারতীয় শাড়ী আটক করেছে। আটককৃত মালামাল ফেনী শুল্ক বিভাগে জমা করা হচ্ছে।বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)র অতিরিক্ত পরিচালক মো. শামীম ইফতেখার বিপুল পরিমান শাড়ি ও কসমেটিক্্র আইটেম আটকের সত্যতা নিশ্চিত করেছেন।