দৈনিকবার্তা- বরিশাল, ৪ সেপ্টেম্বর ২০১৫: দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চায় বিএনপি-জামায়াত জোট। গণতন্ত্র মানে মানুষ হত্যা নয়। মানুষ হত্যার নামে যারা গণতান্ত্রিক অধিকার পেতে চায় তারা দেশের গণতন্ত্রকে রক্ষা করতে চায়না। তাদের অবশ্যই জনগণ থেকে বিচ্ছিন্ন করতে হবে। শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে বাংলাদেশ মানবাধিকার কমিশনের ৪র্থ বরিশাল আঞ্চলিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।
মন্ত্রী বলেন, খালেদা জিয়া বাসে পেট্রোল বোমা মেরে বহু মানুষ হত্যা করেছে। অথচ আমাদের দেশে যারা মানবাধিকার নিয়ে কথা বলে তারা এর নিন্দা জানায়নি। বরিশাল মহানগরের নথুল্লাবাদ সেন্টার পয়েন্ট মার্কেটে কমিশনের আঞ্চলিক কার্যালয়ে অনুষ্ঠিত এ সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বরিশাল সদর আসনের সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজ। আঞ্চলিক সম্মেলনের সভাপতি মাহমুদুল হক খান মামুনের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন- বরিশাল বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মো. গাউস, বরিশাল জেলা প্রশাসক ড. গাজী সাইফুজ্জামান, বাংলাদেশ মানবাধিকার মহাসচিব ড. সাইফুল ইসলাস দিলদার প্রমুখ। সম্মেলনের বক্তারা বলেন, মানুষের অধিকার বাস্তবায়নে সব সময় মানবাধিকার কমিশন কাজ করেছে। এ ধারাবাহিকতা অব্যাহত রাখতে সর্বাত্মক চেষ্টা চালাতে হবে মানবাধিকার কর্মীদের।