Subject-CriminalLaw

দৈনিকবার্তা-সুনামগঞ্জ, ৩ সেপ্টেম্বর ২০১৫: সুনামগঞ্জে তালতো ভাইকে হত্যার দায়ে আব্দুস ছোবহান (৪৫) কে যাবজ্জীবন কারাদন্ডাদেশ দিয়েছেন আদালত। এছাড়া নগদ ৫হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো তিন মাসের কারাদন্ডাদেশ দেয়া হয়।বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে সুনামগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রাজজ প্রনয় কুমার দাশ-এর আদালত এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণাকালে দন্ডপ্রাপ্ত আব্দুস ছোবহান আদালতে উপস্থিত ছিলেন। ছোবহান জেলার ছাতক উপজেলার রহমতপুর গ্রামের মৃত রায়ফান আলীর ছেলে। আদালত সূত্র জানায়, ১৯৯৯ সালের ২ ফেব্রুয়ারি ভোররাতে একই গ্রামের তালতো ভাই আব্দুস সালামকে ব্যবসায়ীক কাজের কথা বলে ডেকে নেন ছোবহান। উপজেলার ইছবরকান্দি হাওড়ে আব্দুস সালামকে দা দিয়ে কুপিয়ে হত্যা করে ডাকাতরা হত্যা করেছে বলে ভিকটিমের ভাইকে খবর দেন। পরবর্তীতে তদন্তকালে আসামী আব্দুস ছোবহানই হত্যা করেছেন মর্মে ১৬৪ ধারার জবানবদিতে স্বীকার করেন। দীর্ঘ শুনানি শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় বৃহস্পতিবার বিজ্ঞ অতিরিক্ত দায়রাজজ প্রনয় কুমার দাশ-এর আদালত উক্ত রায় দেন। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন- এডিশনাল পিপি এডভোকেট সোহেল আহমদ ছইল মিয়া ও আসামীপক্ষে ছিলেন সিনিয়র এডভোকেট মোহাম্মদ আফতাব উদ্দিন।