Sp24-Kader-08072014

দৈনিকবার্তা-মুন্সীগঞ্জ, ৩ সেপ্টেম্বর ২০১৫: প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাফ সাফ জানিয়ে দিয়েছেন পদ্মা সেতুর কাজের ব্যাপারে কোন প্রকার অনিয়মের কথা শুনতে চান না। আমরা অক্ষরে অক্ষরে পালন করে যাচ্ছি। প্রধান মন্ত্রী শেখ হাসিনা প্রতিনিয়ত মনিটরিং করছেন। মাওয়ায় পদ্মা সেতু এলাকা পরিদর্শণ কালে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের সাংবাদিকদের এথা বলেন।

বৃহস্পতিবার বেলা আড়াইটায় মুন্সীগঞ্জের লৌহজংয়ের মাওয়া কুমারভোগে পদ্মা সেতু সংলগ্ন চায়না মেজর ব্রীজের ডক ইয়ার্ড ও ওয়ার্কশপ এলাকায় ৪র্থ দফা ভাঙন এলাকা পরিদর্শণ করেন। এ সময় তিনি আরো বলেন, অক্টোবরে পদ্মা সেতুর মুল পাইলিংয়ের কাজ শুরু হলে কাজ আরো দ্রুত হবে। পানির ফুলে ফোসা উত্তাল কারণে কাজ একটু ধীর গতিতে হচ্ছে। পদ্মা সেতুর কাজ ২৪ শতাংশ হয়েছে। সবকাজের এভারেজ অগ্রগতি ।তাই এখন আর পদ্মা সেতু সংলগ্ন ডক ইয়ার্ড ও ওয়ার্কশপ এলাকাটি ভাঙছে না। ভাঙন রোধ করা হয়েছে। পদ্মা সেতু নির্মাণ কাজের এলাকায় ভাঙনের আলামত নেই সাধারণ ধারনা । ভাঙন রোধে প্রস্তুতি ও এখানে রয়েছে । পদ্মা সেতু নির্মানের পাশাপাশি ফেরী চলাচল অব্যাহত রাখতে হবে। জনগনের আসা যাওয়া নিশ্চিত করতে হবে। সেজন্য সিনেহাইড্রো ডেজিং কাজ শুরু করেছে।