দৈনিকবার্তা-ঢাকা, ২ সেপ্টেম্বর: ক্ষমতাসীন আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের আগাছা উপড়ে ফেলার পাশাপাশি মন্ত্রিসভার পরগাছা পরিষ্কারও চায় বিএনপি৷বুধবার বিকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন এ আহ্বান জানান৷
ছাত্রলীগ থেকে আগাছা পরিষ্কারে প্রধানমন্ত্রীর বক্তব্যকে স্বাগত জানিয়ে তিনি বলেন, শুধু ছাত্রলীগ নয়, ক্ষমতাসীন দলের যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগসহ সব জায়গা থেকে আগাছা পরিষ্কার করতে হবে৷একই সঙ্গে প্রধানমন্ত্রীর মন্ত্রিসভায় যেসব পরগাছা রয়েছে তাদেরকেও বাদ দিতে হবে৷ তিনি যদি এ কাজটি আগে থেকে শুরু করতেন তাহলে দেশের জন্য তা মঙ্গলজনক হতো, যোগ করেন ড. আসাদুজ্জামান৷এ সময় ঢাকার দুই মেয়রের উদ্দেশে তিনি বলেন, ভোটের আগে দুই মেয়র লোক দেখাতে ঝাড়ু হাতে নিয়ে মাঠে নেমেছিলেন নগর পরিষ্কার করার জন্য৷ এখন মাঠে নামলে তারা পানিতে ডুবে যেতে পারেন৷
নাটোর জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলুসহ স্থানীয় নেতাদের নামে নতুন করে আরও তিনটি মামলা ও নেতাকর্মীদের গ্রেফতারের প্রতিবাদে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়৷বিএনপি মুখপাত্র অভিযোগ করেন, নাটোরের সন্ত্রাসী ঘটনা এবং বিএনপি নেতাদের নামে মিথ্যা মামলায় স্থানীয় বিনাভোটের এমপি আহাদ আলী সরকার জড়িত৷ তার নির্দেশে পুলিশ বেপরোয়া নির্যাতন ও গ্রেফতার বাণিজ্য চালাচ্ছে৷