দৈনিকবার্তা-ঢাকা, সেপ্টেম্বর, ২০১৫ : এবার হযরত শাহজালাল (র.) আর্ন্তজাতিক বিমানবন্দরে কোকেনসহ আটক হলেন পেরুর নাগরিক জেমস বার্ডলেস (পাসপোর্ট নম্বর-এ ৬৮৫৯৩৫৮)। যুক্তরাষ্ট্রের ড্রাগ এনফোর্সমেন্ট অ্যাডমিনিস্ট্রেশনের (ডিইএ) দেওয়া তথ্যানুযায়ী অভিযান চালিয়ে তাকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতর এবং শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। আটক কোকেনের পরিমাণ ১ কেজি ৮০০গ্রাম। সংশ্লিষ্টরা বলছেন, পরিমাণ আরও বাড়তে পারে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, আটক জেমস বারর্ডলেস মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে দুবাই এয়ারলাইন্সের ইকে-৫৮২ ফ্লাইটে করে ঢাকায় আসেন। বিমানবন্দরের গ্রিন চ্যানেল দিয়ে পার হওয়ার সময় তার লাগেজ তল্লাশি করে পাউডার জাতীয় দ্রব্য জব্দ করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের প্রাথমিক পরীক্ষায় জেমসের বহন করা পাউডার কোকেন হিসেবে চিহ্নিত হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের গোয়েন্দা প্রধান ও অতিরিক্ত পরিচালক নজরুল ইসলাম সিকদার দৈনিকবার্তাকে বলেন, যুক্তরাষ্ট্রের ড্রাগ এনফোর্সমেন্ট অ্যাডমিনিস্ট্রেশনের (ডিইএ) দেওয়া তথ্যমতে, আটক জেমসের দুবাই থেকে কোকেন নিয়ে ভারতের উদ্দেশে যাত্রা করার কথা। ‘কিন্তু যুক্তরাষ্ট্র ও দুবাইয়ের গোয়েন্দাদের কড়া নজরদারিকে ফাঁকি দিয়ে দুবাই বিমানবন্দরেই উধাও হয়ে যান তিনি। এরপর ডিইএ আমাদের জানায়-জেমস যে কোনো সময় বাংলাদেশে যেতে পারে এবং তা আজই (মঙ্গলবার)।’
তিনি বলেন,‘এরপরই আমরা বিমানবন্দরে অবস্থান নিই। বেসমারিক বিমান কর্তৃপক্ষের কাছ থেকে দুবাই থেকে আসা যাত্রী ও বিমান সম্পর্কে তথ্য নিয়ে নিশ্চিত হই জেমস বাংলাদেশেই আসছেন।’ পরে মাদকদব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিচালক (অপারেশন) তৌফিক উদ্দিন আহমেদের নেতৃত্বে একটি দল বিমানবন্দরে অভিযান চালায়। নজরুল ইসলাম বলেন, বিমানবন্দর কর্তৃপক্ষর সহায়তায় নাম ও পাসপোর্ট নম্বরসহ দুবাই থেকে আসা যাত্রীদের তল্লাশি চালানো হয়। দুবাই থেকে আসা যাত্রীদের সম্পর্কে পাওয়া তথ্যে অভিযুক্ত ব্যক্তিকে শনাক্ত করা সম্ভব হয়। অভিযানে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মইনুল খানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তিনি বলেন,‘দুবাই থেকে কোকেন পাচার করে বাংলাদেশে আনা হচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে আমরা বিমানবন্দরে তৎপর ছিলাম।’
এর আগে ডিইএর তথ্য অনুযায়ী, চলতি বছরের ৭ জুন চট্টগ্রামে সূর্যমূখী তেলের ড্রাম থেকে ১৮৫ কেজি কোকেন আটক করা হয়। যা আমদানি করা হয়েছিল দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়া থেকে। আটক জেমসের দেশ পেরু বলিভিয়ার প্রতিবেশী রাষ্ট্র। সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০১৪ সালের ২ জানুয়ারি রাজধানীর হোটেল লা ভিঞ্চি থেকে দুই কেজি কোকেনসহ পেরুর নাগরিক হুয়ান পাবলো রাফায়েল জাগজিটারকে আটক করা হয়। হুয়ান পাবলো পেরু থেকে ইকুয়েডর, পানামা, ব্রাজিল ও দুবাই হয়ে ঢাকায় কোকেন নিয়ে এসেছিলেন। ওই সময় আদালতে ১৬৪ ধারায় দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে তিনি জানিয়েছিলেন, সাড়ে চার হাজার ডলারের বিনিময়ে কোকেনগুলো ইউরোপের একটি দেশে পৌঁছে দেওয়ার চুক্তি ছিল তার। বর্তমানে কারাগারে আছেন পাবলো।