BNP-Moudud-Ahmed-pic

দৈনিকবার্তা-ঢাকা, ১ সেপ্টেম্বর ২০১৫: সরকার যে কোন সময় জাতীয় সংসদ নির্বাচন দিতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।তিনি বলেছেন, সরকারের মধ্য অস্বস্তি বিরাজ করছে। যা দেখে বিএনপি মনে হচ্ছে তারা যে কোন সময় নির্বাচন দিতে পারে। আর এ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে বলে আশা প্রকাশ করেন তিনি। মঙ্গলবার দুপুরে জাতীয়তাবাদী দল বিএনপির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর শেরেবাংলানগরে অবস্থিত দলের প্রতিষ্ঠাতা ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। খুব শিগগিরই একটি নির্বাচন হবে বলে আশা প্রকাশ করে মওদুদ আহমদ বলেন, দেশে অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণ যে রায় দেবে সেই রায়ে বেগম খালেদা জিয়া ক্ষমতায় আসবে এবং দেশে হারিয়ে যাওয়া গণতন্ত্র ফিরে আসবে।মওদুদ আহমদ বলেন, একদলীয় বাকশাল থেকে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন জিয়াউর রহমান। সেই গণতন্ত্র আজ হারিয়ে গেছে। বিএনপির সবচেয়ে বড় চ্যালেঞ্জ দেশে গণতন্ত্র ফিরিয়ে আনা। গণতন্ত্র ফিরে আসবে। কারণ সরকারের মধ্য অস্বস্তি কাজ করছে যা দেখে বিএনপি মনে করে খুব শিগগিরই একটি নির্বাচন হবে।

তিনি বলেন, দেশে অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণ যে রায় দেবে সেই রায়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ক্ষমতায় আসবে এবং দেশে গণতন্ত্র ফিরে আসবে।বিএনপি ক্ষমতায় আসলে পুলিশ ও প্রশাসনকে স্বাধীনভাবে তাদের কাজ করার ক্ষমতা দেয়া হবে বলেও মন্তব্য করেন মওদুদ আহমদ।সরকারের অভ্যন্তরে যে অস্বস্তি দেখা দিয়েছে তাতে সরকার শিগগিরই সংসদ দ্রুত নির্বাচনের ব্যাপারে বিএনপি কি করছে এমন প্রশ্নের জবাবে মওদুদ বলেন, সরকারের অভ্যন্তরে যে অস্বস্তিকর কর্মকাণ্ড দেখা দিয়েছে তাতে মনে হয় খুব শিগগিরই একটি নির্বাচন দেবে। সে নির্বাচন হবে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ। নির্বাচনের মাধ্যমে সত্যিকারের নির্বাচিত প্রতিনিধিত্বশীল সরকার বাংলাদেশে আসবে। বাংলাদেশে আবার গণতান্ত্রিক চর্চা, বিচার বিভাগের স্বাধীনতা প্রতিষ্ঠিত হবে।মওদুদ বলেন, বিএনপি ক্ষমতায় গেলে বিচার বিভাগকে সম্পূর্ণ স্বাধীন ও নিরপেক্ষভাবে পরিচালনা করবে। বিএনপি আগে যেমন গণতন্ত্র চর্চা করেছে ভবিষ্যতেও এরকম অব্যাহত থাকবে।

তিনি বলেন, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে গণতন্ত্র ফিরিয়ে এনেছিলেন সে গণতন্ত্র আজ আমরা হারিয়েছি। দেশে এখন কোনো গণতন্ত্র নেই। বিএনপির বড় চ্যালেঞ্জ হবে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনা। দেশে একটি সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণ যে রায় দেবে সে রায়ের মাধ্যমে খালেদা জিয়ার নেতৃত্বে সরকার গঠন করে দেশে গণতান্ত্রিক চর্চা ফিরিয়ে আনা হবে। বেলা ১১টা ২০ মিনিটে জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও মোনাজাত করেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এ সময় তারে সঙ্গে ছিলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ, গয়েশ্বর চন্দ্র রায়, (অব.) ব্রিগেডিয়ার জেনারেল আ স ম হান্নান শাহ, লে. জেনারেল (অব.)মাহবুবুর রহমান,ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, যুবদল সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি হাবিব-উন-নবী খান সোহেল প্রমুখ।