????????????????????????????????????
দৈনিকবার্তা-ঢাকা,১ সেপ্টেম্বর, ২০১৫: বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন এমপি বলেছেন, দেশের সম্ভাবনাময় পর্যটন শিল্পের উন্নয়ন এবং বাংলাদেশের টু্যরিস্ট এরিয়াগুলোকে পর্যটক আকর্ষণীয় করে তুলতে সমন্বিত উদ্যোগ গ্রহণ জরম্নরি৷তিনি বলেন, ‘বাংলাদেশে ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির নানা সংস্কৃতি রয়েছে৷ এগুলোকে পর্যটকদের জন্য আকর্ষণীয়ভাবে উপস্থাপন করতে পারলে দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে৷ তাই পর্যটন কেন্দ্রগুলোকে পর্যটক আকর্ষণীয় করে তুলতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোর সমন্বয়ে সমন্বিত উদ্যোগ গ্রহণ করতে হবে৷ এ লক্ষ্যে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে৷ 

মন্ত্রী মঙ্গলবার রাজধানীর আনত্মর্জাতিক সিরডাপ মিলনায়তনে আয়োজিত এক কর্মশালায় একথা বলেন৷ আগামী ২৭-২৮ অক্টোবর ২০১৫ঢাকায় অনুষ্ঠিতব্য ‘বুদ্ধিষ্ট হেরিটেজ সার্কিট টু্যরিজম’ শীর্ষক আনত্মর্জাতিক সম্মেলনের প্রসত্মুতিমূলক এ কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর, বেসামরিক বিমান ও পর্যটন বিষয়ক সচিব খোরশেদ আলম চৌধুরী, বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান ড. অপরূপ চৌধুরী এবং বাংলাদেশ টু্যরিজম বোর্ডের চিফ এঙ্িিকউটিভ অফিসার আখতারুজ্জামান খান কবির৷

বাংলাদেশের সম্ভাবনাময় বৌদ্ধ পূরাকীর্তি, স্থাপত্য, ঐতিহাসিক নিদর্শন, সাংস্কৃতিক ঐতিহ্যসমূহ এবং দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের লিভিং বুদ্ধিষ্ট হেরিটেজসমূহ বিশ্বের কাছে তুলে ধরার লক্ষ্যে বাংলাদেশ টু্যরিজম বোর্ড এ কর্মশালা আয়োজন করে৷ এ কর্মশালা থেকে প্রাপ্ত তথ্যসমূহের ভিত্তিতে উন্নয়ন পরিকল্পনা গ্রহণের লক্ষ্যে একটি সুপারিশ প্রণয়ন করা হবে৷ আগামী ২৭-২৮ অক্টোবর ঢাকায় অনুষ্ঠেয় আনত্মর্জাতিক সম্মেলনে এ সুপারিশমালা উপস্থাপন করা হবে৷ এ লক্ষ্যে কর্মশালায় চারটি প্রবন্ধ উপস্থাপন করা হয়৷ প্রবন্ধসমূহে বৌদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য, পুরাকীর্তি ও লিভিং হেরিটেজসমূহের বর্তমান অবস্থা, চ্যালেঞ্জ, প্রতিকার, সম্ভাবনা ও পর্যটন সম্পর্কিত গুরুত্ব উপস্থাপন করা হয়৷

রাশেদ খান মেনন বলেন, দেশে অনেক স৷তাপত্য কীর্তি রয়েছে, যা সহজেই পর্যটক আকর্ষনীয় হয়ে উঠতে পারে৷ কিন্তু আমাদের দেশে পর্যটন সংস্কৃতি গড়ে না ওঠায় আমাদের এই অমূল্য সম্পদ আমরা কাজে লাগাতে পারছিনা৷ উপরনত্মু স্থানীয় জনসাধারণের মধ্যে এসম্পর্কে সুস্পষ্ট ধারনা থাকায় পর্যটকদের নিরাপত্তার অভাব ঘটছে৷

তিনি টু্যরিজম সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করে তুলতে সরকারের পাশাপাশি প্রাইভেট অপারেটর ও গণমাধ্যমকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান৷ সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর পর্যটন শিল্পের উন্নয়নে চ্যালেঞ্জ মোকাবেলায় গণমাধ্যমসহ সব স্টেকহোল্ডরদের নিয়ে একটি ‘টাস্কফোর্স’ গঠনের সুপারিশ করেন৷ তিনি বলেন, একটি সমন্বিত উদ্যোগ হিসেবে এই টাস্কফোর্স পর্যটন শিল্পের উন্নয়নে বাধাসমূহ চিহ্নিত করবে এবং সমাধানের উপায় খুঁজে বের করবে৷ তিনি এ ব্যাপারে প্রাইভেট সেক্টরকে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান৷