দৈনিকবার্তা-রাজশাহী, ১ সেপ্টেম্বর, ২০১৫ : রাজশাহী পল্লী বিদ্যুতের গ্রাম বিদ্যুতায়নের আওতায় সাড়ে ৪লাখ ৬০হাজার টাকা ব্যায়ে তানোর উপজেলার কলমা ইউপি’র ৩নং ওয়ার্ড এলাকার শালবাড়ি-শল্লাপাড়া আদিবাসী পল্লীর ৩৪টি বাড়িতে পল্লী বিদ্যুতের নতুন সংযোগের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল শুক্রবার বিকালে শালবাড়ি গ্রামে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে সাংসদ ফারুক চৌধুরীর পক্ষে প্রধান অতিথি হিসাব উপস্থিত থেকে নতুন সংযোগের উদ্বোধন করেন কলমা ইউপি চেয়ারম্যান ও তানোর উপজেলা যুবলীগ সভাপতি লুৎফর হায়দার রশিদ ময়না।
পল্লী বিদ্যুৎ তানোর এরিয়া অফিসের প্রকৌশলী নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কলমা ইউপি আ’লীগ সভাপতি মাইনুল ইসলাম স্বপন, সহ-সভাপতি আতাউর রহমান, সহ-সভাপতি লুৎফর রহমান রাব্বি, কলমা ইউপি আ’লীগ নেতা আব্দুল আলিম, নুরুল ইসলাম, কলমা ইউপি যুবলীগ সভাপতি এনামুল হক রেনুল প্রমুখ। এসময় আদিবাসী পল্লীর নারী পুরুষসহ বিভিন্ন এলাকার জনসাধারণ উপস্থিত ছিলেন। পরে সুইজ টিপে পল্লী বিদ্যুতের নতুন সংযোগের উদ্বোধন করা হয়।