দৈনিকবার্তা-ঢাকা,১ সেপ্টেম্বর, ২০১৫: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০১৩ সালের অনার্স ২য় বর্ষ পরীক্ষার ফল মঙ্গলবার প্রকাশিত হয়েছে৷প্রকাশিত ফলাফল আজ রাত ৮টায় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট িি.িহঁ.বফঁ.নফ এবং িি.িহঁনফ.রহভড় থেকে জানা যাবে৷ এছাড়া যে কোন মোবাইল থেকে ঝগঝ করেও ফল জানা যাবে৷ এ ক্ষেত্রে গবংংধমব অপশনে গিয়ে হঁযঢ়২ জড়ষষ লিখে ১৬২২২ নম্বরে ঝবহফ করতে হবে৷
এ পরীক্ষায় ২৯টি বিষয়ে সারাদেশে ৪১৭টি কলেজের ২লাখ ২৫ হাজার ৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে৷ গত ৩০ মে ২০১৫ তারিখে লিখিত পরীক্ষা শেষ হয়৷ এর পর মৌখিক ও ব্যবহারিক পরীৰা অনুষ্ঠিত হয়৷ বিশ্ববিদ্যালয় কর্তৃক ঘোষিত ক্র্যাশ প্রোগ্রামের অংশ হিসেবে পূর্ব ঘোষণা অনুযায়ী ৩ মাসের মধ্যেই এ পরীক্ষার ফলাফল প্রকাশ করা হলো৷ আগামীতেও ক্র্যাশ প্রোগ্রাম অনুযায়ী সকল পরীক্ষার ফলাফলও যথাসময়ে প্রকাশ করা হবে৷