Fatima Khatun with her child suffering from Hydrocephalus

দৈনিকবার্তা-কুড়িগ্রাম, ১ সেপ্টেম্বর, ২০১৫ : কুড়িগ্রামের চিলমারীতে আড়াই বছরের অস্বাভাবিক মাথাওয়ালা কন্যা শিশুর চিকিৎসায় ব্যয় নির্বাহের টাকা যোগান দিতে জাহানার বেগম নামে এক দুঃখিনী মা ঘর ছেড়ে পথে নেমেছেন। তিনি পার্বতীপুরের ধুপিপাড়া এলাকার শাহীন আলমের স্ত্রী বলে জানাগেছে।জাহানারা বেগম নামের ওই দুঃখিনী মা জানান, আজ থেকে প্রায় ২ বছর ৪ মাস আগে আমার ২য় সন্তান হিসেবে সাদিয়া নামের শিশুটি জন্ম গ্রহণ করে। জন্মের কিছুদিন পর সাদিয়ার মাথা অস্বাভাবিক বড় হতে থাকে বর্তমানে যার ওজন সাড়ে ১০ কেজি। সাদিয়ার কথা বলা ও খাওয়া ঠিকই থাকলেও মাথার ভারে উঠতে পারেনা। শিশুটির চিকিৎসা ব্যয় নির্বাহের আর্থিক সামর্থ তাদের নেই বিধায় ভ্যান গাড়ীতে বহন করে ভিক্ষাবৃত্তির মতো নিচু কাজ করতে তিনি বাধ্য হয়েছেন।শিশুটির বিষয়ে কথা হলে চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডাঃ মোঃ শফিকুল ইসলাম জানান, জন্মগতভাবে সিএসএফ নামক এক প্রকার তরল পদার্থ মস্তিস্ক থেকে মেরুদন্ডে চলাচলের পথে বাধার সৃষ্টি হলে এ রোগটি হয়ে থাকে। হাইড্রোকেফালাস নামক এই রোগটির জন্য অপারেশনই একমাত্র চিকিৎসা যা ব্যয়বহুল।

Fatima Khatun with her child suffering from Hydrocephalus – Shown Image