দৈনিকবার্তা-গাজীপুর, ১ সেপ্টেম্বর, ২০১৫ : গাজীপুরের কালিয়াকৈরে মঙ্গলবার দুপুরে ডিসের ক্যাবলের সঙ্গে জড়িয়ে চলন্ত ট্রেনের ছাদ থেকে নীচে পড়ে এক যুবক নিহত ও অপর এক যুবক আহত হয়েছে। নিহতের নাম মোঃ সোহেল (২৫)। সে টাংগাইল জেলা সদর থানার মীরের বেদকা গ্রামের মফিজ উদ্দিনের ছেলে।
ট্রেনের আহত যাত্রী জীবন সুত্রধর ও এলাকাবাসি জানায়, মঙ্গলবার চাপাই –নবাবগঞ্জ থেকে ঢাকা গামী লোকাল ট্রেন ‘চাপাই এক্সপ্রেসে’র ছাদে চড়ে ঢাকা যাচ্ছিল কয়েক যাত্রী। পথে ঢাকা-রাজশাহী রেলরুটের গাজীপরের কালিয়াকৈর মাহিষবাথান এলাকায় রেল লাইনের উপর দিয়ে একপাশ থেকে অন্য পাশে নেয়া ডিসের ক্যাবলের সঙ্গে জড়িয়ে ট্রেনের ছাদের দু’যাত্রী সোহেল ও জীবন সূত্রধর মাটিতে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই সোহেল নিহত হয় এবং জীবন সূত্রধর গুরুতর আহত হয়। স্থানীয়রা আহত জীবন সূত্রধরকে উধ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে। সে টাংগাইল জেলার বাশাইল থানার বিরালা গ্রামের সুরেন্দ্র সুত্রধরের ছেলে।
তবে এব্যাপারে জয়দেবপুর রেলওয়ে পুলিশের এএসআই মোঃ দাদন মিয়া জানান, ঢাকাগামী চাপাই এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় পথচারী সোহেল নিহত হয়েছে। তার লাশ নিহতের স্বজনরা নিয়ে গেছে। এঘটনায় আহত অপর কোন যুবকের হদিস পাওয়া যায়নি।