দৈনিকবার্তা-ঢাকা, ৩১ আগস্ট: সংগঠনে কোনো আগাছা থাকলে তা তুলে ফেলে বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে কাজ করতে ছাত্রলীগ নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র ছাত্রলীগ আয়োজিত শোক দিবসের আলোচনা সভায় এ কথা বলেন তিনি। শেখ হাসিনা বলেন, নীতিবান মানুষ দিয়ে ছাত্রলীগ গড়ে তুলতে হবে।১৫ আগস্টের ঘটনাকে স্বাধীনতা ও বাঙালির বিজয়কে ধ্বংস করে দেয়ার ষড়যন্ত্র উল্লেখ করে তিনি বলেন, পরাজিত শক্তি এখনো সক্রিয়।
ছাত্রলীগের নেতাকর্মীদের এবিষয়ে সজাগ থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী।প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু বলেছিলেন যে জমিতে আগাছা আছে সে জমিতে ফসল হয় না। আগাছা তুলে ফেলতে হয়। আগাছা তুলে ছাত্রলীগের নেতাকর্মীদের জাতির জনক বঙ্গবন্ধুর কর্মী হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। সোমবার বিকেলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ছাত্রলীগ আয়োজিত শোক দিবসের এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।কেউ যাতে দেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে না পারে সেজন্য ছাত্রলীগের নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরাজিত শক্তির দালালরা এখনও সক্রিয় দেশে আছে বলেও মন্তব্য করেন তিনি।
খালেদা জিয়ার জন্মদিন উদযাপন বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, তারা তো বাংলাদেশের স্বাধীনতাই চায়নি। এ জন্য তারা আমাদের বিজয় ও স্বাধীনতাকে মেনে নিতে পারেন না। তাদের জন্য এটা কষ্টকর। চিন্তা করে দেখেন তাদের কতটা বিবৃত মানসিকতা!জিয়াউর রহমানকে বেঈমান ও মুনাফিক মন্তব্য করে তিনি বলেন, সংবিধান পরিবর্তন করে ক্ষমতায় এসেছিলেন তিনি। যুদ্ধাপরাধীদের বিচার বাতিল করেন তিনি। বঙ্গবন্ধুর খুনিদের বিচারের পথও বন্ধ করেন তিনি। জিয়া শুধু সংবিধানই নয়, আর্মি ল’ অমান্য করেছিলেন। ইতিহাসের সব খুনিদের পুরস্কৃতও করেছিলেন জিয়া। তিনি বলেন, একজন রাজনীতিবিদকে জানতে হবে কিভাবে ত্যাগের মাধ্যমে বাঁচতে হয়। ত্যাগ ছাড়া একজন রাজনীতিবিদ জনগণকে কিছুই দিতে পারেন না।তিনি আরো বলেন, একজন রাজনীতিবিদের জীবনে সবচেয়ে বড় অর্জন হচ্ছে জনগণের আস্থা, বিশ্বাস ও ভালোবাসা অর্জন। তোমরা যদি কারো কাছ থেকে ভালোবাসা পাও তাহলে তোমাদেরও উচিত তাকে ভালোবাসা দেয়া। তুমি কি পেলে সেটা কোনো বিষয় নয়।
বঙ্গবন্ধুর উদ্ধৃতি দিয়ে শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধু বলতেনÑ খাদ্যশস্য উৎপাদনের জন্য বাংলাদেশ একটি উর্বর দেশ। কিন্তু খাদ্যশস্যের সাথে সাথে আগাছাও জন্মায়। তাই ভালো শস্য উৎপাদনের জন্য আগাছা তুলে ফেলতে হবে। শেখ হাসিনা বাংলাদেশ ছাত্রলীগ থেকেও আগাছা নির্মূল করার জন্য সংগঠনের নেতাদের প্রতি আহবান জানান।আলোচনায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, দলের উপদেষ্টা পরিষদের সদস্য অধ্যাপক সুলতান শফি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও ‘বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী’-এর অনুবাদক অধ্যাপক ফখরুল আলমও অংশ নেন। এতে সভাপতিত্ব করেন ছাত্রলীদের সভাপতি সাইফুর রহমান সোহাগ। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন।প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু তাঁর জীবনে জাতিকে বঞ্চনা মুক্ত করতে সবকিছু করেছেন। তিনি সবসময় বলতেন, বড় কিছু অর্জনের জন্য বড় ত্যাগ স্বীকার করতে হয়। শেখ হাসিনা জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগের প্রকাশনা ‘মাতৃভূমি’-এর মোড়কও উন্মোচন করেন।