দৈনিকবার্তা-গাজীপুর, ৩১ আগস্ট: গাজীপুরে সড়কের পাশের ডোবা থেকে সোমবার অর্ধগলিত এক স্কুল ছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম নার্গিস আক্তার (১৪)। সে গাজীপুর সিটি কর্পোরেশনের কাশিমপুরের লতিফপুর এলাকার আব্বাস উদ্দিনের মেয়ে এবং স্থানীয় কফিল উদ্দিন উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্রী।
জয়দেবপুর থানার চক্রবর্তী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো: মামুন জানান, গাজীপুর সিটি কর্পোরেশনের কাশিমপুর-পানিশাইল সড়কের পাশের একটি ডোবায় সোমবার ওই স্কুল ছাত্রীর লাশ ভাসতে দেখে এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ ডোবা থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজ উদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহতের শরীর ফুলে ওঠেছে। ধারনা করা হচ্ছে, অন্ততঃ দুই দিন আগে দুর্বৃত্তরা তাকে হত্যা করে লাশ ওই স্থানে ফেলে গেছে।