দৈনিকবার্তা-ঢাকা, ৩০ আগস্ট: আমাদের সরকার এখন চারটি যুদ্ধ করছে এবং এই যুদ্ধ জয়ী হওয়ার জন্য কাজ করছি। এমনটাই মন্তব্য করলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি রোববার হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে ব্র্যাক ইনস্টিটিউট অব গভার্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট (বিআইডিজি) আয়োজিত একটি সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন।
তথ্যমন্ত্রী বলেন, দারিদ্র বিমোচনের যুদ্ধ, পরিবেশ রক্ষার যুদ্ধ, লিঙ্গ বৈষম্য দূরীকরণ যুদ্ধ এবং জঙ্গিবাদ নির্মূলের যুদ্ধসহ এই চারটি যুদ্ধ করছি এবং জয়ী হওয়ার চেষ্টা করছি।বাংলাদেশের সরকারি কর্ম কমিশন এবং তথ্য কমিশনের পারফর্ম্যান্স ম্যানেজমেন্ট সিস্টেমের ওপর আয়োজিত এই সেমিনারে সরকারি আমলাদের উদ্দেশ্য করে মন্ত্রী বলেন, দেশপ্রেমে জোড় দেন। যে যে পেশাই থাকেন না কেন, আমলা হোন আর ডাক্তার যাই হোন না কেন, দেশপ্রেম না থাকলে তা উদ্দেশ্য ভ্রষ্ট হবে।ইতিহাস থেকে মন্ত্রী বলেন, ৭৫ পরবর্তী সময়ে ভারসাম্য রক্ষার তত্ত্ব দাঁড় করানো হয়েছে। স্বাধীনতাকামীদের বিপরীতে রাজাকারদের পুনর্বাসনের জন্য ভারসাম্য রক্ষা দাঁড় করা হয়েছে। এরপরই আসে তদবির সংস্কৃতি, যার ফলে মেধাবীরা পড়ছে বিপাকে।
মূল বক্তব্য উপস্থাপনে সাবেক মন্ত্রিপরিষদ সচিব এবং বিপিএসসির মহাপরিচালক ড. সাদাৎ হোসাইন বলেন, পিএসসিতে চেয়ারম্যান, মেম্বার, পরিচালক, সহকারী পরিচালক অন্যদিকে সরকারে প্রধানমন্ত্রী, মন্ত্রী, সচিব এবং সহকারী সচিব পর্যায়ের দুর্নীতি বন্ধ করতে পারলে আর কোনো তদবির কাজ করবে না।’বিআইজিডির নির্বাহী পরিচালক ড. সুলতান হাফিজ রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন তথ্য সচিব মর্তুজা আহমেদ, তথ্য কমিশনার ড. খরশীদা বেগম, বিপিএসসির চেয়ারম্যান ইকরাম আহমেদ।গভার্নমেন্টের পারফর্ম্যান্স ম্যানেজমেন্ট সিস্টেমের বাস্তবায়নের ওপর মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন করেন মন্ত্রিপরিষদের অতিরিক্ত সচিব মুহাম্মদ মহিউদ্দিন খান।