cpb-thumbnail

দৈনিকবার্তা-ঢাকা, ৩০ আগস্ট: গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এবং পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম সাধারণ মানুষের ক্রয়সীমার মধ্যে আনার দাবীতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ঢাকা কমিটির উদ্যোগে বিভিন্ন থানা-উপজেলায় বিক্ষোভ কর্মসূচী পালন করেছে। মিরপুরে সিপিবি’র সমাবেশে পুলিশ বাধা দেয়। বিভিন্ন থানা-উপজেলায় বিক্ষোভ কর্মসূচিতে নেতৃবৃন্দ গ্যাস-বিদ্যুতের অযৌক্তিক মূল্যবৃদ্ধি প্রত্যাহারের দাবি জানিয়ে বলেন, মূল্যবৃদ্ধির প্রতিবাদের গণপ্রতিরোধ গড়ে তোলা হবে। নেতৃবৃন্দ আরো বলেন এমনিতেই সাধারণ মানুষ দ্রব্যমূল্যর উর্ধ্বগতি, বাড়িভাড়া, গাড়ি ভাড়াসহ নানান সংকটে দিন কাটাচ্ছে। তার মধ্যে সরকারের গ্যাস-বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত সাধারণ মানুষকে হতাশ ও বিক্ষোদ্ধ করেছে।

২৯ আগস্ট ঢাকা মহানগরের পল্টন, মিরপুর, মোহাম্মদপুর, ধানমন্ডি, লালবাগ, উত্তরা, শ্যামপুর, বাড্ডা, সুত্রাপুর, তেজগাঁও, খিলগাঁও, ডেমরা, সাভার ও দোহার-নবাবগঞ্জে উক্ত বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। সমাবেশে যানজট, জলাবদ্ধতা নিরসন ও ভাঙ্গা রাস্তা দ্রুত মেরামতের দাবি জানানো হয়।

ঢাকার পল্টনে সেকান্দার হায়াতের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমদ, কলামিষ্ট সৈয়দ আবুল মকসুদ, সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য রুহিন হোসেন প্রিন্স, ঢাকা কমিটির সাধারণ সম্পাদক ডা. সাজেদুল হক রুবেল, মুর্শিকুল ইসলাম শিমুল। মিরপুরের পাইকপাড়া ছাপাখানা মোড়ের সামনে থানা কমিটির উদ্যোগে আয়োজিত সমাবেশে পুলিশ বাধার সৃষ্টি করে। নেতা-কর্মীদের বিক্ষোভের মুখে পুলিশ সরে গেলে সমাবেশ শুরু হয়। কমরেড সেবাস্তিন মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন ঢাকা কমিটির সাধারণ সম্পাদক ডা. সাজেদুল হক রুবেল, খন্দকার হিরকুল ইসলাম, রাসেল ইসলাম সুজন, রিয়াজউদ্দিন, আসাদুজ্জামান আজিম, হাসান আহম্মেদ।

মোহাম্মদপুরের আল্লাহ করিম জামে মসজিদের সামনে কমরেড মোশাররফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য আহসান হাবিব লাভলু, ঢাকা কমিটির সদস্য ফেরদৌস আহম্মেদ উজ্জ্বল, মনিরুল আহসান জুয়েল, আশরাফুল আলম মানিক, নুরুজ্জামান, ভূইয়া আব্দুল রব রাজু, সেলিম চৌধুরী। সূত্রাপুরের লোহারপুল মোড়ে কমরেড আবু তাহের বকুলের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন কমরেড বিকাশ সাহা, সাইফুল ইসলাম সমীর, দীপক দাস, আসলামউদ্দিন, আনোয়ার হোসেন। লালবাগ শহীদ মুরাদ চত্বরে অনুষ্ঠিত সমাবেশে অর্ণব সরকারের সভাপতিত্বে¡ বক্তব্য রাখেন সুকান্ত শফি কমল, আব্দুল কুদ্দুস, নজরুল ইসলাম এবং গোলাম রাব্বী।

ধানমন্ডির ঝিগাতলা কাঁচাবাজারে কমরেড দিলীপ ব্যাপারীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতা কমরেড আবদুল মালেক, আশরাফ হোসেন আশু, রাগীব আহসান মুন্না, আসলাম খান, আনোয়ার হোসেন এলান, শংকর আচার্য, আশিকুল ইসলাম জুয়েল, অনিমেষ বিশ্বাস অটল। তেজগাও নাখালপাড়া শহীদ মিনারের সামনে আবদুল্লাহ আল কাফি রতনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সাদেকুর রহমান শামীম, দেলোয়ার হোসেন, শহীদুল ইসলাম। শ্যামপুরের বড়ইতলায় জনি আরাফের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জলি তালুকদার, মো. আলম, সোহেল রানা। উত্তরা আজমপুর শহীদ মিনারে সমাবেশে অধ্যাপক আশরাফুজ্জামান সেলিমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন রুহুল আমিন, জয়নাল আবেদীন, সিরাজুল ইসলাম।

মধ্য বাড্ডায় লুৎফুন টাওয়ার প্রঙ্গনে সমাবেশে মনির হোসেনের সভাপতিত্ত্বে সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতা এ এন রাশেদা, অ্যাড. মাকসুদা আক্তার লাইলী, হাসান হাফিজুর রহমান সোহেল, রবি শংকর সেন নিশান। খিলগাও থানার তালতলা মার্কেটের সামনে সরদার খোকনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন ঢাকা কমিটির সম্পাদক জাহিদ হোসেন খান, আসাদুল্লা টিটো, হাফিজ আদনান রিয়াদ, শেখ মেহেদী হাসান মানিক। ডেমরার সারুলিয়া মার্কেটের সামনে সমাবেশে কমরেড আবদুল কাদেরের সভাপতিত্বে বক্তব্য রাখেন নিয়ামত আলী খান, আইয়ুব নবী পলাশ। সাভার উপজেলা বাইপাইল মোড়ে সাইফুল্লাহ আল মামুনের অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন ইদ্রিস আলী, আজম খান বাবু, কে.এম মিন্টু, ফিরোজ কাজী, আল আমিন বাদল।