1439475016

দৈনিকবার্তা-গাজীপুর, ৩০ আগস্ট, ২০১৫: গাজীপুরের কোনাবাড়ি ও কালিয়াকৈরে পৃথক ঘটনায় দুটি শিশু ধর্ধণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। পুলিশ দুটি ঘটনায় জড়িত সন্দেহে সিকিউরিটি গার্ডসহ দুই জনকে আটক করেছে। রবিবার উভয় ঘটনায় জয়দেবপুর ও কালিয়াকৈর থানায় পৃথক অভিযোগ দাখিল করা হয়েছে।জয়দেবপুর থানার কোনাবাড়ি পুলিশ ফাঁড়ির এসআই মোবারক হোসেন জানান, গাজীপুর সিটি কর্পোরেশনের হরিনার চালা এলাকার শাহজাহান মিয়ার বাড়ির ভাড়াটিয়া চার বছরের এক শিশুকে চকলেট খাওয়ানোর কথা বলে একই বাড়ির সিকিউরিটি গার্ড নিজ ঘরে নিয়ে শনিবার রাত সাড়ে ৭টায় ধর্ষণ করে। এ ঘটনায় জড়িত সন্দেহে ওই সিকিউরিটি আশরাফ আলীকে (৫৫) পুলিশ আটক করেছে। এ ব্যাপারে রবিবার সন্ধ্যায় জয়দেবপুর থানায় অভিযোগ দাখিল করা হয়েছে।

এদিকে কালিয়াকৈর থানার এস আই সাইদুল ইসলাম জানান, গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বড় কাঞ্চণপুর এলাকায় প্রাইভেট পড়ানোর সময়ে সুজন নামের এক যুবক (প্রাইভেট শিক্ষক) শনিবার সন্ধ্যার পর স্থানীয় গণকচালা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী ৮ বছর বয়সের এক শিশুকে যৌণপীড়ন (স্পর্শকাতর স্থানে আঙ্গুল দিয়ে) করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় রবিবার কালিয়াকৈর থানায় মামলা দায়ের করা হয়। পুলিশ এঘটনায় একই এলাকার হাবিবুর রহমানের ছেলে সুজন হোসেনকে (১৬) আটক করেছে।