Strike_Pi1_941880929

দৈনিকবার্তা-ঢাকা, ৩০ আগস্ট, ২০১৫: প্রস্তাবিত অষ্টম জাতীয় বেতন কাঠামো পুনঃনির্ধারণের দাবিতে আবারো দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে তিন ঘণ্টার কর্মবিরতি পালন করেছেন শিক্ষকরা। তবে পরীক্ষা এ কর্মবিরতির আওতামুক্ত ছিল। রোববার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলমান আন্দোলনের ধারাবাহিকতায় সারাদেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষকরা কর্মবিরতি পালন করেন। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন এ কর্মবিরতির ডাক দেয়। শিক্ষকরা বলেন, বিশ্ববিদ্যালয় শিক্ষকদের এ আন্দোলন শুধু বেতন-ভাতার জন্য নয়, শিক্ষা ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক ও সামগ্রিক রূপ দিয়ে প্রকৃত মানবসম্পদ সৃষ্টির দ্বার উন্মোচন করার আন্দোলন; যেখানে শিক্ষকদের জবাবদিহিতার বিষয়ও থাকবে। শিক্ষকরা অতীতেও যেভাবে দায়িত্ব পালনে কার্পণ্য করেননি ভবিষ্যতেও করবেন না বলেও তারা মন্তব্য করেন।এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিও রোববার সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত ৩ ঘণ্টা কর্মবিরতি পালন করেছে। সকল পর্যায়ের শিক্ষকরা স্বতঃস্ফূর্তভাবে এ কর্মবিরতিতে অংশগ্রহণ করেন।শিক্ষক সমিতি ফেডারেশনের দাবি বিভিন্ন সময়ে সরকারের নীতিনির্ধারক মহলে আলাপ-আলোচনার মাধ্যমে বিষয়টির সমাধানে চেষ্টা করা হলেও এতে সরকারের নীতিনির্ধারণী মহল গুরুত্ব দিচ্ছেন না। ফলে তাদের পক্ষ থেকে অদ্যাবধি কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ বা আশ্বাস না পাওয়ায় বাধ্য হয়ে এই কর্মসূচি পালন করতে হচ্ছে। দাবি আদায়ে ভবিষ্যতে এ আন্দোলন আরো কঠোর থেকে কঠোরতর হবে বলেও শিক্ষকরা হুঁশিয়ারী উচ্চারণ করেন।

বিশ্ববিদ্যালয় শিক্ষকরা বলেন, আমরা বিশ্বাস করি- বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা শিক্ষকদের মর্যাদা ও সুযোগ-সুবিধার প্রতি অত্যন্ত সহানুভূতিশীল। ফলে তার নেতৃত্বাধীন সরকার এ ধরনের বৈষম্যমূলক বেতন কাঠামো পুনঃনির্ধারণ করে সকল পক্ষের কাছে গ্রহণযোগ্য এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের যৌক্তিক প্রাপ্যগুলো প্রদান ও যথাযোগ্য মর্যাদা নিশ্চিত করবে।এদিকে আগামী ৫ সেপ্টেম্বর পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে ফেডারেশনের যৌথসভা করে আন্দোলন ও দাবি আদায়ে তাদের সর্বাত্মক সহযোগিতার আহ্বান জানানো হবে। ওইদিনই ফেডারেশনের কার্যনির্বাহী পরিষদের সভার মাধ্যমে আন্দোলনের পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন।

ইবি: অষ্টম জাতীয় বেতন কাঠামো বাতিল ও নতুন বেতন কাঠামো পুনঃগঠনের দাবিতে তৃতীয় দফায় কর্মবিরতি পালন করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শিক্ষকবৃন্দ। রোববার (৩০ আগস্ট) বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই কর্মবিরতি পালন করেন তারা।সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এই কর্মসূচি চলাকালিন কোনো ক্লাস অনুষ্ঠিত না হলেও চূড়ান্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে সব বিভাগে। তবে দুপুর ১টার পরে কয়েকটি বিভাগে ক্লাস হয়েছে বলে জানা গেছে।এর আগে ১৬ আগস্ট সকাল ১০টায় অনুষদ ভবনের করিডোরে ইবি শিক্ষক সমিতির আয়োজনে কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট ও ২৩ আগস্ট দ্বিতীয় দফায় কর্মবিরতি পালন করেন শিক্ষকবৃন্দ।এদিকে তাদের দাবি না মানা হলে আগামী সেপ্টেম্বর মাসে তারা বড় ধরনের আন্দোলনে যাবেন বলে জানিয়েছেন ইবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মিজানুর রহমান।

বরিশাল: প্রস্তাবিত অষ্টম জাতীয় বেতন স্কেল পুনঃনির্ধারণ ও স্বতন্ত্র বেতন স্কেলের দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করেছেন।রোববার সকাল ১০টা থেকে শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের (স্থায়ী ক্যাম্পাস ) একাডেমিক ভবনের সামনে এ কর্মসূচি পালিত হয়।এ সময় পূর্বঘোষিত বিভিন্ন অনুষদের পরীক্ষা বাদে সব ক্লাস তিন ঘণ্টার জন্য স্থগিত রাখেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।৬টি অনুষদের ১৮ বিভাগে ১শ’ শিক্ষক এ কর্মসূচিতে যোগ দিয়েছেন বলে জানিয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এম এ কাইয়ুম।তিনি জানান, এটি শুধুমাত্র শিক্ষকদের ন্যায্য সম্মান ও স্বতন্ত্র বেতন স্কেল আদায়ের জন্য

বাকৃবি (ময়মনসিংহ): পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেলের দাবিতে তিন ঘণ্টা কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষক সমিতি।বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রোববার (৩০ আগস্ট) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিভিন্ন অনুষদের শিক্ষকরা ক্লাস বর্জন করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনের করিডোরে অবস্থান ধর্মঘট করেন।বাকৃবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. খন্দকার শরিফুল ইসলামের সভাপতিত্বে অবস্থান ধর্মঘটে বক্তব্য রাখেন- বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ড. মো. আফজাল হোসেন, মৎস্য বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. গিয়াস উদ্দিন আহমেদ, মৎস্য বিজ্ঞান অনুষদের সাবেক ডিন অধ্যাপক ড. মো. ইদ্রিস মিয়া, গণতান্ত্রিক শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো মনিরুজ্জামান ও ডেইরি বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম প্রমুখ।এসময় বিশ্ববিদ্যালয়ের ছয়টি অনুষদে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত কোনো ক্লাস হয়নি। তবে সব ধরনের পরীক্ষা কর্মবিরতির আওতামুক্ত ছিল। টিফোর.কম

সিলেট: স্বতন্ত্র বেতন কাঠামো ও প্রস্তাবিত অষ্টম জাতীয় বেতন কাঠামো পুনঃনির্ধারণসহ বিভিন্ন দাবিতে কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করেছেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) শিক্ষকরা। রোববার (৩০ আগস্ট) দুপুর ১টা পর্যন্ত তিন ঘণ্টা অ্যানিমেল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি অনুষদ ভবনের সামনে অবস্থান নিয়ে এ কর্মসূচি পালন করেন তারা।শিক্ষকদের দাবিগুলোর মধ্যে রয়েছে- স্বতন্ত্র বেতন কাঠামো প্রবর্তনের জন্য অবিলম্বে বেতন কমিশন গঠন, আলাদা কাঠামো হওয়ার আগে পর্যন্ত অষ্টম বেতন কাঠামোতে সরকারি কর্মকর্তাদের সঙ্গে শিক্ষকদের বেতন ও পদমর্যাদার ‘বৈষম্য’ দূর করা এবং রাষ্ট্রীয় ‘ওয়ারেন্ট অব প্রিসিডেন্স’-এ শিক্ষকদের পদমর্যাদাগত অবস্থান ও সুবিধা নিশ্চিত করা।এ সময় সিকৃবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. নূর হোসেন মিয়া, সাধারণ সম্পাদক ড. মৃত্যুঞ্জয় কুণ্ডু, অধ্যাপক ড. মো. আবুল কাশেম, অধ্যাপক ড. পীযুষ কান্তি সরকার, অধ্যাপক ড. মো. শাহাব উদ্দিন, অধ্যাপক ড. মো. আবদুল বাসেত, অধ্যাপক ডা. মো. জামাল উদ্দিন ভূঞা প্রমুখ বক্তব্য রাখেন।

কুবি: স্বতন্ত্র বেতন কাঠামো ঘোষণা ও প্রস্তাবিত বেতন কাঠামো পুননির্ধারণের দাবিতে অবস্থান ধর্মঘট ও কর্মবিরতি পালন করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষকরা।রোববার (৩০ আগস্ট) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক চত্বরে এ কর্মসূচি পালন করেন তারা।বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এ কর্মসূচি পালিত হয়।এতে কুবি শিক্ষক সমিতির সভাপতি দুলাল চন্দ্র নন্দী ও সাধারণ সম্পাদক তোফায়েল হোসেন মজুমদারসহ সব বিভাগের সাধারণ শিক্ষকরা উপস্থিত ছিলেন।