04-08-13-Communication Minister-8_0

দৈনিকবার্তা-ঢাকা, ৩০ আগস্ট, ২০১৫: সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আসন্ন কোরবানীর ঈদে ঘরমুখো যাত্রীদের বিড়ম্বনা শূন্যের কোঠায় নামিয়ে আনতে সরকার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে।মন্ত্রী রেব্বার বিকেলে আসন্ন কোরবানীর ঈদকে ঘিরে আশুলিয়ার বাইপাইল মহাসড়কের কাজের অগ্রগতি পরিদর্শনে এসে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন।তিনি বলেন,’আমাদের অভিজ্ঞতায় দেখেছি ঈদ এলেই এখানে যানজট হয়। চন্দ্রায় অতীতের চাইতে তিনগুন বেশি রাস্তা চওড়া করা হয়েছে, পাশাপাশি একটি বাইলাইন করা হয়েছে।তিনি আশা প্রকাশ করেন, আগামী ১৭ সেপ্টেম্বর নাগাদ আশুলিয়া বাইপাইল মহাসড়কের কাজ সম্পন্ন হলে যানজট পরিস্থিতি আরো সহনীয় পর্যায়ে চলে আসবে।আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর এই সদস্য সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগে কোন সাংগঠনিক দুর্বলতা না থাকার বিষয়টি উল্লেখ করে বলেন, আওয়ামী লীগের মতো বৃহত্তর দলের তৃনমূলেও কোন প্রকার কোন্দল কিংবা সমস্যা হলে আমরা তাতে নজর দিই। দলের মধ্যে কোন ধরনের সম্বয়নহীনতা, কোন্দল, কলহ কিংবা কোন অনৈক্য নেই।

বঙ্গবন্ধু কন্যা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দলের সবাই ঐক্যবদ্ধ উলে।লখ করে ওবায়দুল কাদের বলেন, জাসদকে ঘিরে সাম্প্রতিককালে অনেকের কর্তাবার্তা নিয়ে কিছুটা বিভ্রান্তির সৃষ্টি হতে পারে। ইতিহাস নিয়ে দলের অনেকের ব্যক্তিগত মতামত থাকতেই পারে- তবে তা নিয়ে কোন বিভক্তি কিংবা ভাঙ্গনের সম্ভাবনা নেই ।এ বিষয়ে আওয়ামী লীগ সভাপতি সকলের সাথে কথা বলেছেন, এ বিষয়ে নিয়ে নতুন করে আর কোন বির্তক দেখা দেবে না বলেও তিনি আশা প্রকাশ করেন।৭৫’এর পূর্ববর্তী ও পরবর্তী জাসদের ভূমিকা জেনে শুনেই তাদের সঙ্গে আওয়ামী লীগ জোটবদ্ধ হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহণ মন্ত্রী ওবায়দুল কাদের।এ সময় মন্ত্রী মফস্বলের নেতাকর্মীদের মধ্যে কিছু কিছু কোন্দল থাকলেও কেন্দ্রীয় পর্যায়ে দলে কোন কোন্দল বা মতানৈক্য নেই বলেও মন্তব্য করেন।গাজীপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ উদ্দিন, হাইওয়ে পুলিশের অতিরিক্ত পুলিশ সুপারসহ মন্ত্রনায়ের উদ্ধর্তন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।