দৈনিকবার্তা-ঢাকা, ৩০ আগস্ট: ভাতা বৃদ্ধির দাবিতে সরকারকে ১৫ দিনের আলটিমেটাম দিয়েছেন ইন্টার্ন চিকিৎসকেরা। রোববার রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন শেষে এ ঘোষণা দেন তারা।এর আগে দাবি আদায়ে দেশের বিভিন্ন স্থানে হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকেরা সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত কর্মবিরতি পালন করেছে।
বেধে দেয়া সময়ের মধ্যে দাবি মানা না হলে প্রয়োজনে তারা লাগাতার ধর্মঘটে যাবেন বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের প্রতিনিধি সুব্রত না।গত ২০০৯ সাল থেকে ১০ হাজার টাকা ভাতা পেয়ে আসছে ইন্টার্ন চিকিৎসকেরা উল্লেখ করে তিনি বলেন, বর্তমান বাজারে এত অল্প টাকায় তারা চলতে পারছেন না। কমপক্ষে ২০ হাজার টাকা ভাতা দাবি করেন।
শনিবার কমপক্ষে ২০ হাজার টাকা ভাতার দাবিতে আন্দোলনরত ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশন এ প্রতীকী কর্মবিরতির কর্মসূচি ঘোষণা করেন।এদিকে,খুলনা মেডিকেল কলেজ ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি ইমরান হাসান বলেন, কর্মবিরতির কারণে রোগীদের যাতে কোনো ক্ষতি না হয়, সে জন্য হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকেরা জরুরি স্কোয়াড প্রস্তুত রেখেছেন।তিনি বলেন, ১৫ দিনের মধ্যে ভাতা বাড়ানো না হলে ইন্টার্ন চিকিৎসকেরা কঠোর কর্মসূচি ঘোষণা করবেন।
উল্লেখ্য, ২০০৬ সালে ইন্টার্ন চিকিৎসকদের ভাতা ছিল ৬ হাজার ৮০০ টাকা। অনেক দেনদরবারের পর ২০০৯ সালে ভাতার পরিমাণ বাড়িয়ে ১০ হাজার টাকা করা হয়। এ বছরের মে মাস থেকে তারা ভাতা বাড়িয়ে ২০ হাজার টাকা করার অনুরোধ করে আসছেন। তবে সরকার সাড়া দিচ্ছে না।