দৈনিকবার্তা-চট্টগ্রাম, ৩০ আগস্ট: বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) মালিকানাধীন চট্টগ্রামের শিকলবাহা ৬০ মেগাওয়াট ক্ষমতার বিদ্যুৎকেন্দ্রটি অগ্নিকাণ্ডের কারণে বন্ধ হয়ে গেছে। রোববার বিকেল চারটার দিকে বিদ্যুৎকেন্দ্রটির কারেন্ট ট্রান্সফরমারে কারিগরি ত্র“টির কারণে আগুন ধরে যায়। ১৫ মিনিটের মধ্যে বিদ্যুৎ কেন্দ্রের দুটি ট্রান্সফরমারের মধ্যে একটি পুরোপুরি পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ করছে।পিডিবির জনসংযোগ শাখা থেকে এ খবর নিশ্চিত করা হয়েছে।এই বিদ্যুৎ কেন্দ্রটি অনেক পুরোনো। ৬০ মেগাওয়াট ক্ষমতার হলেও এই কেন্দ্রে এখন ৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়। রোববার বিকাল পৌনে ৪টার দিকে গ্যাস বিদ্যুৎ কেন্দ্রটির একটি ট্রান্সফরমারে আগুন লাগে বলে কেন্দ্রের ব্যবস্থাপক ভুবন বিজয় দত্ত ক জানিয়েছেন।
তিনি বলেন, একটি ট্রান্সফরমারে আগুন লেগেছে। আরও একটি ট্রান্সফরমারেও আগুন ছড়িয়ে পড়েছে। নেভাতে কাজ চলছে।৬০ মেগাওয়াট এই তাপ বিদ্যুৎ কেন্দ্রে অগ্নিকাণ্ডের খবর পেয়ে দমকল বাহিনীর তিনটি ইউনিট ঘটনাস্থলে গেছে।অগ্নিকাণ্ডে কারও হতাহতের খবর পাওয়া যায়নি। এতে বিদ্যুৎ সরবরাহেও কোনো ব্যাঘাত ঘটছে না বলে কর্মকর্তারা জানিয়েছেন।