দৈনিকবার্তা-লামা, ২৯ আগস্ট, ২০১৫: বান্দরবানের লামা উপজেলা থেকে খলিলুর রহমান (৪৫) নামে এক ব্যক্তিকে অপহরন করেছে অস্ত্রধারী সন্ত্রাসীরা। বৃহস্পতিবার দিনগত গভীর রাতে নিজ বাড়ী থেকে তাকে অপহরন করা হয়। খলিলুর রহমান সরই ইউনিয়ন পরিষদের ৪, ৫ ও ৬নং ওয়ার্ড সদস্যা আমেনা বেগমের স্বামী ও কম্বনিয়া পাড়ার মৃত আতাউর রহমানের ছেলে। অপহরনের পর শুক্রবার বিকাল থেকে দফায় দফায় মুঠোফোনের মাধ্যমে অপহৃতের পরিবারের নিকট সন্ত্রাসীরা ১০ লাখ টাকা মুক্তিপন দাবী করেছে। স্থানীয় পুলিশ ও সেনাবাহিনী অপহৃতকে উদ্ধারে নামলেও শনিবার বিকাল নাগাদ উদ্ধার সম্ভব হয়নি।
স্থানীয় সূত্র জানান, ৪-৫ জনের সশস্ত্র মুখোশধারী সন্ত্রাসী বৃহস্পতিবার দিনগত রাত আনুমানিক ২টার দিকে খলিলুর রহমানের বসতঘরে হানা দেয়। এ সময় সন্ত্রাসীরা অস্ত্রের মুখে জিম্মি করে খলিলুর রহমানকে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। পরে মুঠোফোনের মাধ্যমে স্ত্রী আমেনা বেগমের নিকট মুক্তিপন বাবদ ১০ লাখ টাকা দাবী করলেও দর কষাকষির এক পর্যায়ে শনিবার দুপুর ১টা পর্যন্ত মুক্তিপন ১ লাখ টাকায় নেমে আসে বলে অপহৃতের স্বজনেরা জানিয়েছেন। এ বিষয়ে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ মো. সিরাজুল ইসলাম বলেন, অপহরনের খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী যৌথ অভিযানে নেমেছে। অপহৃতকে উদ্ধার না হওয়া পর্যন্ত অভিযান চলবে। খলিলুর রহমানকে অপহরনের সত্যতা নিশ্চিত করে সরই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফরিদুল আলম জানান, শনিবার বিকাল নাগাদ অপহৃতকে উদ্ধার করা সম্ভব হয়নি।