দৈনিকবার্তা-গোপালগঞ্জ, ২৯ আগস্ট, ২০১৫: গোপালগঞ্জের মুকসুদপুরে দু’টি মাধ্যমিক বিদ্যালয়ে গণ-হিস্টিরিয়া রোগে ২৫ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। মারাত্মক অসুস্থ ১৫ জনকে মুকসুদপুর উপজলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ রোগে শিক্ষার্থীরা আক্রান্ত হয়ে পড়লে স্কুল দু’টিতে আতংক ছড়িয়ে পরে। এতে ওই স্কুল দু’টি প্রশাসনের পরামর্শে বন্ধ ঘোষণা করা হয়। আজ শনিবার দুপুরে মুকসুদপুর উপজেলার বহুগ্রাম পিসি উচ্চ বিদ্যালয় ও গাড়লগাতী কেএম উচ্চ বিদ্যালয়ে এই্ রোগের প্রাদুর্ভাব দেখা দেয়।গণ হিস্টিরিয়া রোগে আক্রান্ত শিক্ষার্থীরা হলো, আবির মোল্যা (১৫), হেলাল (১৫), শিমু (১৫), লায়লা (১৪), সেতু (১৭), তারেক (১৪), সেতু বর (১৩), রনি মজুমদার (১২), শ্রাবনী (১২), রিমি (১৩), জোবাইদা (১৫), রবিউল (১৪), বর্ষা (১৫), সঙ্গীতা (১২) ও তমা (১৪)।
ওই দু’টি স্কুলের প্রধান শিক্ষক নিহার রঞ্জন বিশ্বাস ও মোল্লা ওহিদুজ্জামান জানিয়েছেন, শনিবার স্কুলের ক্লাস শুরু হওয়ার পরে ৬ষ্ট শ্রেনী ও ৯ম শ্রেণীর কয়েকজন শিক্ষার্থী তীব্র মাথা ব্যাথা ও বমি ভাবের উপসর্গ নিয়ে চিৎকার শুরু করে। তাদের চিৎকারে অন্যান্য শিক্ষার্থীরা এগিয়ে এসে সহযোগিতা করতে থাকলে এক পর্যায়ে তারাও আক্রন্ত হয়ে পড়ে। অবস্থা বেগতিক হলে অসুস্থ ১৫ জনকে মুকসুদপুর উপজলা স্বাস্থ্য-কমপ্লেক্সে ভর্তি করা হয়। বাকীদের স্থানীয় ভাবে চিকিৎসা দেওয়া হয়।মুকসুদপুর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা: মনিব উল হাবিব জানিয়েছেন, এটি গণ-মানষিক হিস্টিরিয়া রোগ। মানষিকভাবে আক্রান্ত হওয়ায় এ রোগের সৃস্টি হয়েছে। সচেতনতার পরামর্শ দেয়ায় এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।