দৈনিকবার্তা-ফেনী, ২৯ আগস্ট, ২০১৫: মহান মুক্তিযুদ্ধে ৩০ লাখ প্রাণের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীনতা। শহীদদের আতœত্যাগে আমরা মানচিত্র পেয়েছি। তারা চিরদিন অম্লান হয়ে বেঁচে থাকবে আমাদের হৃদয়ে। তাদের আতœদানকে স্মরণ করে ২০১৫ সালে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড ৩০ লাখ পরিবারকে নতুন সংযোগ প্রদান করবে।প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ২০২১ সাল থেকে সরে এসে ২০১৮ সালের মধ্যে সবার ঘরে বিদ্যুৎ পৌঁছাতে হবে। স্বাধীনতা পরবর্তী সরকারের ৩৬ বছরের তুলনায় বিদ্যুৎ খাতে যে কাজ হয়েছে তার সমান বৈদ্যুতিক উৎপাদন, সঞ্চালন ও বিতরণ হয়েছে বর্তমান সরকারের ৬ বছরের সময়ে। অবকাঠামো শক্তিশালী করা ও উৎপাদন বৃদ্ধিতে বিদ্যুতের ক্ষেত্রে নীরব বিপ্লব ঘটে গেছে। ফেনীর দাগনভূঞার সিন্দুরপুর ইউনিয়নের দরবেশেরহাট আলিম মাদ্রাসা মিলনায়তনে গত শুক্রবার রাতে ৬ টি গ্রামে পল্লী বিদ্যুতায়নের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মঈন উদ্দিন এসব কথা বলেন।
ফেনী পল্লী বিদ্যুত সমিতির সভাপতি মুক্তিযোদ্ধা আবদুল মোতালেবের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন ফেনী পল্লী বিদ্যুত সমিতির জিএম প্রকৌশলী মোঃ মিজানুর রহমান, সিন্দুরপুর ইউনিয়নের চেয়ারম্যান কবির আহমদ পেয়ার, সাবেক চেয়ারম্যান এড.এম শাহজাহান সাজু, সমিতির পরিচালক ইসমাইল হোসেন লিটন ও সামছুন নাহার ফরিদা। দাগনভূঞা জোনাল অফিসের ডিজিএম সারওয়ার আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিন্দুরপুর ইউনিয়ন আ’লীগ সাধারণ সম্পাদক মোঃ নুর নবী, যুবলীগ নেতা কামাল হোসেন, জাকের হোসেন খোকন, মোঃ আজাদ, আলমগীর হোসেন মেম্বার, ব্যবসায়ী মনছুর আহমদ, বিদ্যুত গ্রাহক বছির আহমদ, নাছির উদ্দিন প্রমুখ।অনুষ্ঠানে দাগনভূঞার উত্তর কৈশল্যা, মধ্যম কৈশল্যা, রঘুনাথপুর, বারিকান্দি, কোরবানপুর ও জয়নারায়নপুর ৬টি গ্রামের ৭’শ ৮৪জন গ্রাহকের বিদ্যুতের নতুন সংযোগ উদ্বোধন করেন প্রধান অতিথি। উল্লেখ্য, ৬টি গ্রামের ৭ শ ৭৮ জন গ্রাহককে বিদ্যুতের নতুন সংযোগ দিতে ১ কোটি ৮৪ লাখ ৯০ হাজার ৫শ টাকা ব্যয়ে ১৩ কিঃমিঃ লাইন নির্মাণ করা হয়।