mers in saudi-thenewscompany

দৈনিকবার্তা-রিয়াদ, ২৮ আগস্ট, ২০১৫ : সৌদি আরবে প্রাণঘাতী রেসটাইরেটরি সিনড্রোম (মার্স) ভাইরাসে আক্রান্ত হয়ে আরো ৪ জনের মৃত্যু হয়েছে।  এই নিয়ে গত এক সপ্তাহে এই রোগে ১৭ জনের মৃত্যু হলো। দেশটির স্বাস্থ্য কর্মকর্তারা জানান,আগামী মাসে দেশটিতে মুসলমানরা তাদের ধর্মীয় অনুষ্ঠান পবিত্র হজ্জ পালন করতে আসবেন। এ বছর প্রায় ২০ লাখ লোক হজ্জ পালন করবেন। এই সময়ে ভাইরাসটির প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় তারা উদ্বিগ্ন।  খবর বার্তা সংস্থা এএফপি’র।  মধ্যপ্রাচ্য, ইউরোপ ও এশিয়ার বাসিন্দাদের মার্স ভাইরাসে আক্রান্ত হওয়ার রেকর্ড রয়েছে। ২০১২ সালে ভাইরাসটি প্রথম সৌদি আরবে দেখা দেয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানায়, রিয়াদের একটি হাসপাতালে সম্প্রতি মার্স ভাইরাসে আক্রান্ত রোগী সনাক্ত করা হয়।  মার্স ভাইরাসটি সাধারণ ঠান্ডা ও সেভিয়ার অ্যাকিউট রেসপাইরেটরি সিনড্রোম (সার্স)-এর মতোই একটি ভাইরাস। ডব্লিউএইচও জানায়, ২০১২ সালের সেপ্টেম্বর মাস থেকে বিশ্বের বিভিন্ন দেশে অন্তত ৫১৫ জন মার্স ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারায়।