দৈনিকবার্তা-ঢাকা, ২৮ আগস্ট, ২০১৫: আওয়ামী লীগে এমন অনেক নেতা আছেন যারা শেখ হাসিনাকে দুর্বল করতে চান বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজ এমপি।অন্য দলের লোক বঙ্গবন্ধু স্লোগান আওয়ামী লীগে ঢুকে দলের ক্ষতি করছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের প্রধান হুইপ আ স ম ফিরোজ।শুক্রবার ঢাকা রিপোর্টাস ইউনিটির ভিআইপি লাউঞ্জে জাতীয় শোক দিবসের এক আলোচনায় সভায় তিনি এ মন্তব্য করেন। সভায় সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু নাগরিক সংহতি পরিষদের সভাপতি অধ্যক্ষ শেখ আবদুল হালিম।সভায় আরো বক্তব্য রাখেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহীত উল আলম।
আ স ম ফিরোজ বলেন, দেশে কিছু কুচক্রী মহল আছে যারা দেশের স্বাধীনতা চাননি। এজন্য তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করেছ। এর মূল নায়ক ছিল জিয়াউর রহমান। জিয়ার ক্যান্টনমেন্টের বাসায় বসেই বঙ্গবন্ধুকে হত্যার ষড়যন্ত্র করা হয়।তিনি বলেন, দলের মধ্যে কুচক্রী মহল ঢুকেছে, এই দুষ্টচক্র আমাদের প্রয়োজন নেই।তিনি বলেন, ষড়যন্ত্রকারীদের একটি অংশ আ’লীগের নাম নিয়ে দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টি করছে। এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে।ফিরোজ বলেন, ষড়যন্ত্রকারীরা ২১ আগস্ট শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করেছে। এর মূল নায়ক ছিল তারেক জিয়া। সেও ক্যান্টনমেন্টের বাসায় ২১ আগস্ট গ্রেনেড হামলার ছক কষে।
তিনি বলেন, এই স্বাধীনতা বিরোধী চক্র নানা অজুহাতে নানা লেবাসে দলের মধ্যে ঢোকার চেষ্টা করছে। এরা শুধু আ’লীগের নয়, দেশ ও মানুষের শত্রু।চিফ হুইপ বলেন, শেখ হাসিনা এদেরকে সাহসিকতায় সঙ্গে দমন করে দেশকে নিম্ন মধ্যম আয়ের দেশে পরিণত করেছেন। আগামীতে মধ্যম আয়ের দেশে পরিণত করবেন। এজন্য শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। আওয়ামী লীগ টানা দ্বিতীয় মেয়াদে সরকার গঠনের পর দেশের বিভিন্ন এলাকায় বিএনপির পাশাপাশি জামায়াতে ইসলামীর নেতাকর্মীরাও আওয়ামী লীগে যোগ দিচ্ছেন বলে বিভিন্ন সময়ে গণমাধ্যমে খবর এসেছে।
এ বিষয়ে ইংগিত করে ফিরোজ বলেন, বিভিন্ন দল থেকে নতুন লেবাস নিয়ে আমাদের দলে এসে বিভক্তি সৃষ্টি করছে। তাদের দলে আনার কোনো প্রয়োজন নেই। এরা বঙ্গবন্ধুর স্লোগান নিয়ে দলে ঢুকে দলের ক্ষতি করছে।অন্য দল থেকে আসা নেতাকর্মীদের পাশাপাশি আওয়ামী লীগের বিভিন্ন সংগঠনের নেতাকর্মীদের কর্মকাণ্ডেও দলের ইমেজ নষ্ট হচ্ছে বলে তিনি মন্তব্য করেন।বিভিন্ন কাজের টেন্ডার ছাড়াও টিআর ও কাবিখার বরাদ্দ নিয়ে ক্ষমতাসীন দলের কর্মীদের কর্মকাণ্ডে অসন্তোষ প্রকাশ করে প্রধান হুইপ বলেন, পাইলাম না, খাইলাম না- এইসব কারণে দলের ইমেজ নষ্ট হচ্ছে, এগুলো পরিহার করতে হবে।এসব কর্মকাণ্ডের কারণে আওয়ামী লীগের সাফল্য কিছুটা হলেও কমছে মন্তব্য করে তিনি বলেন, “দলের এসব লোকেরা শেখ হাসিনাকে দূর্বল করতে চায়।প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ‘যাতে দূর্বল না হয়’ সেজন্য দলের নেতাকর্মীদের ‘প্রতিজ্ঞা’ করার আহ্বান জানান এই আওয়ামী লীগ নেতা।সংগঠনের সভাপতি অধ্যক্ষ শেখ আব্দুল হালিমের সভাপতিত্বে এ অনুষ্ঠানে অন্যদের মধ্যে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহিত উল আলম এবং সংগঠনের সাধারণ সম্পাদক এম এ জাফর মোল্লা বক্তব্য দেন।