দৈনিকবার্তা-ত্রিপোলি, ২৮ আগস্ট ২০১৫ : লিবিয়ার জুওয়ারা শহরের উপকূলের কাছে প্রায় ৫শ’ অভিবাসীবাহী দুটি নৌকা ডুবে গেছে। এখনও পর্যন্ত কমপক্ষে ১শ’ জনের লাশ ও ২শ’ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। লিবিয়ার সরকারি কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা এএফপি’র খবরে বলা হয়েছে, স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার ভোরে প্রথম নৌকাটি থেকে সাহায্য চেয়ে সংকেত পাঠানো হয়। এতে প্রায় ৫০ জন যাত্রী ছিল। এর অনেক পরে প্রায় ৪শ’ যাত্রী নিয়ে দ্বিতীয় নৌকাটি ডুবে যায়। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, লিবিয়ার কোস্টগার্ড সাগর উপকূল থেকে ২শ’ জনকে উদ্ধার করেছে। তবে ডুবে যাওয়া নৌকা দুটির খোলের ভেতর অনেকে আটকা পড়েছে বলে তারা আশংকা করছেন। সরকারি একটি সূত্র জানিয়েছে, ত্রিপোলির পশ্চিমে সাবরাদা থেকে ১৪৭ অভিবাসীকে উদ্ধার করা হয়েছে।
ত্রিপোলির এক বাসিন্দা বলছেন, কমপক্ষে ১শ’ জনের লাশ জুওয়ারার একটি হাসপাতালে নেওয়া হয়েছে। নিহতদের মধ্যে সিরিয়া, বাংলাদেশ ও আফ্রিকার বিভিন্ন দেশের অভিবাসীরা রয়েছেন বলে ধারণা করা হচ্ছে। তবে এ তথ্য নিরপেক্ষভাবে যাচাই করা যায়নি। জাতিসংঘ বলছে, এ বছর ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপ যাওয়ার পথে নৌকা ডুবে প্রায় দুই হাজার ৪শ’ অভিবাসী প্রাণ হারিয়েছেন। এছাড়া এক লাখের বেশি ইতালি এবং এক লাখ ৬০ হাজার গ্রিস পৌঁছেছেন। গত বুধবার লিবিয়ার উপকূলে ডুবে যাওয়া একটি নৌকার খোল থেকে ৫০ জনের লাশ উদ্ধার করা হয়।
সুইডেনের কোস্টগার্ডের একটি জাহাজ এসব লাশ উদ্ধার করে। এছাড়া আরো ৪শ’র বেশি অভিবাসীকে জীবিত উদ্ধার করা হয়।