lakshimipur

দৈনিকবার্তা-লক্ষ্মীপুর, ২৮ আগস্ট: লক্ষ্মীপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ইউনিয়ন যুবদল নেতা সবুজকে গলা কেটে হত্যা করেছে সন্ত্রাসীরা। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার কুখাশালী ইউনিয়নের দক্ষিণ সিলাদী গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মৃতদেহ উদ্ধার করে লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানায় নিয়ে আসে। এদিকে এ হত্যাকান্ডের সাথে জড়িত থাকার দায়ে রাতেই দেশীয় অস্ত্রসহ ৬জনকে আটক করেছে পুলিশ। নিহত সবুজ ওই ইউনিয়নের (১নং) ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক ও সিলাদী গ্রামের মিঝি বাড়ীর আবু তাহেরের ছেলে।পুলিশ ও স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে সদর উপজেলার কুশাখালী ইউনিয়নের দক্ষিণ সিলাদী গ্রামের মিঝি বাড়ীর আবু তাহের গংদের সাথে পার্শ্ববর্তী বাড়ীর আবু জাহের গংদের জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এর জের ধরে রাতে আবু জাহের ও তার ছেলে বেল্লালসহ কয়েকজন সন্ত্রাসী যুবদল নেতা সবুজকে নিজ বাড়ী সংলগ্ন একটি মুরগী ফার্মের সামনে গলা ও পেট কেটে হত্যা করে লাশ ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা ঘটনাস্থলে সবুজের মৃতদেহটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এসময় এ হত্যাকান্ডের সাথে জড়িত থাকার দায়ে একটি চেনী ও একটি রামদাসহ (দেশীয় অস্ত্র) আবু জাহের, বেল্লাল হোসেন, মহিন, আরিফ, ইলিয়াস ও মাসুদা বেগম নামের ৬জনকে আটক করে পুলিশ।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির জানান, দীর্ঘদিন ধরে তাদের মধ্যে জমি সংক্রান্ত বিরোধ চলে আসলেও বৃহস্পতিবার সকালের তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে রাতে বেল্লালসহ সন্ত্রাসীরা যুবদল নেতা সবুজকে গলা কেটে হত্যা করে। বেল্লাল এ হত্যাকান্ডের দায় স্বীকার করেছে। এঘটনায় অভিযুক্ত ৬জনকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।