Eaba-1

দৈনিকবার্তা-ঢাকা, ২৮ আগস্ট, ২০১৫: রাজধানীর ভাটারা থানার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে এক নারীসহ পাঁচজনকে ৪০ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তাররা হলেন- মায়া আক্তার, সুমন সিকদার, নাসিম আহম্মেদ আনন্দ, সামছুল হক ও ফারুক হোসেন।বৃহস্পতিবার রাতে ৪০ হাজার ইয়াবাসহ তাদের গ্রেপ্তার করা হয় বলে শুক্রবার মহানগর পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।তাদের সঙ্গে থাকা একটি প্রাইভেটকারও জব্দ করা হয়েছে বলে এতে জানানো হয়।সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এই চক্রটি চট্টগ্রাম থেকে ইয়াবা এনে ঢাকার বিভিন্ন স্থানে বিক্রি করে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশকে জানিয়েছে।