26-08-15-bd-bar-council-ele_158116
দৈনিকবার্তা-ঢাকা, ২৮ আগস্ট, ২০১৫: বার কাউন্সিলের নির্বাচনে আওয়ামী লীগ সমর্থক আইনজীবীদের মোর্চা সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ (সাদা প্যানেল) নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে। ১৪টি সদস্য পদের দশটিতে তারা জয়লাভ করেছেন। বাকি চারটিতে জয়লাভ করেছে বিএনপি-জামায়াত সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য (নীল) প্যানেল। বার কাউন্সিল ও আইনজীবীদের সূত্রে এ তথ্য জানা গেছে।সোমবার আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন বার কাউন্সিলের চেয়ারম্যান অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেলে সাধারণ আসন থেকে বিজয়ী প্রার্থীরা হলেন- অ্যাডভোকেট আবদুল বাসেত মজুমদার (১৫২৩৫), ব্যারিস্টার এম আমীর-উল-ইসলাম (১৪১৮১), আবদুল মতিন খসরু (১৪৩৯৭) ও জেড আই খান পান্না (১৩১৯০)। গ্রুপ আসনের ছয়টিতে এ গ্রুপ থেকে কাজী নজিবুল্লাহ হিরু, বি গ্রুপ থেকে এইচ আর জাহিদ আনোয়ার, সি গ্রুপ থেকে ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, ই গ্রুপ থেকে পারভেজ আলম খান, এফ গ্রুপ থেকে মো. ইয়াহিয়া ও জি গ্রুপ থেকে মো. রেজাউল করিম জয়ী হয়েছেন।বিএনপি সমর্থিত নীল প্যানেল থেকে সাধারণ আসন থেকে বিজয়ীরা হলেন খন্দকার মাহবুব হোসেন (১৪৩৫৪), এ জে মোহাম্মদ আলী (১৩২০১) ও মাহবুব উদ্দিন খোকন (১৫১৩৮)। ডি গ্রুপ থেকে একটিতে জয়ী হয়েছেন কাইমুল হক। এর বাইরে আইনজীবী ঐক্য ফ্রন্ট ও আইনজীবী ঐক্য পরিষদ নামে আরও দুটি প্যানেল এবারের নির্বাচনে অংশ নেয়। আনুষ্ঠানিক ফলাফল ঘোষণার পরে ১৪ জন থেকে একজন সবার ভোটে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হবেন।
বেসরকারিভাবে ফলাফলের পর সাদা প্যানেলের জয়ী প্রার্থী অ্যাডভোকেট আবদুল বাসেত মজুমদার সাংবাদিকদের বলেন, ‘বিএনপি সমর্থিত আইনজীবীরা বার কাউন্সিলের নেতৃত্বে থেকে একটি রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়ন করেছেন। আইনজীবীদের কল্যাণমূলক কাজ করেননি। আমরা নতুন কমিটি করে আইনজীবীদের কল্যাণে নিয়োজিত থাকব।’অপরদিকে বিএনপি সমর্থিত নীল প্যানেলের জয়ী প্রার্থী খন্দকার মাহবুব হোসেন বলেন, নির্বাচনে বেসরকারিভাবে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ বিজয় লাভ করেছে। সরকার সমর্থিত প্রার্থীরা আইনজীবীদের অনেক রঙিন স্বপ্ন দেখিয়েছেন। সেটা যদি সত্যিকার অর্থে বাস্তবায়ন হয় তাহলে আমরা তাদের শান্তিপূর্ণভাবে সহায়তা করব।
আপিল বিভাগের নির্দেশে সংশোধিত ভোটার তালিকা অনুযায়ী বুধবার দেশের ৭৭টি কেন্দ্রে একযোগে বার কাউন্সিলের ভোট গ্রহণ শেষ হয়। সব  কেন্দ্রের ফল আসার পরই ভোট গণনা শেষে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করা হবে। এর আগে ২০১২ সালে বার কাউন্সিল নির্বাচনে খন্দকার মাহবুব হোসেনের নেতৃত্বে বিএনপি সমর্থিত প্যানেল ১৪টির মধ্যে ৯টিতে বিজয় লাভ করেছিল।বার কাউন্সিলের চেয়ারম্যান অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন, সারাদেশের সব কেন্দ্র থেকে ভোটের ফল পাওয়ার পর গণনা শেষে আনুষ্ঠানিকভাবে সোমবার তা ঘোষণা করা হবে। এবারের বার কাউন্সিলের নির্বাচনে ভোটার ছিলেন ৪৩ হাজার ৩০২ জন। কাউন্সিলের ১৪টি সদস্য পদের জন্য মোট ৬১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।