দৈনিকবার্তা-ঢাকা, ২৮ আগস্ট, ২০১৫: আগামী মাসে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রতিটি ওয়ার্ডে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান শুরু করার ঘোষণা দিয়েছেন মেয়র আনিসুল হক। শুক্রবার সকালে রাজধানীর গাবতলীর পর্বত সিনেমা হলের সামনে ঢাকা উত্তর সিটি করপোরেশনের উদ্যোগে বিশেষ পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে এ ঘোষণা দেন।অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী এনামুল হকসহ বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক বলেন, আগামী করপোরেশনের প্রতিটি ওয়ার্ডে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান শুরু হচ্ছে। এ লক্ষ্যে প্রতি ওয়ার্ডে একটি করে কমিটি গঠন করা হবে। এবং তার নেতৃত্বে থাকবেন স্থানীয় ওয়ার্ড কমিশনার।
রাজধানীকে পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তুলতে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক।এ সময় এ কর্মসূচি সফল করতে সবার সহযোগিতা চান আনিসুল হক।শিগগিরই ওয়ার্ডভিত্তিক কার্যক্রম পরিচালনা করা হবে উল্লেখ করে সিটি মেয়র বলেন, আগামী ৩ মাসের মধ্যে এর সুফল পাবে নগরবাসী।পরিচ্ছন্ন ঢাকা গড়ার এ কর্মসূচিতে অংশ নেয় বাংলাদেশে সফররত জাপানের এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটির বেশ কয়েকজন শিক্ষার্থী।