Bogra Pic-26

দৈনিকবার্তা-বগুড়া, ২৬ আগস্ট ২০১৫: বগুড়ার সারিয়াকান্দিতে সোহাগ নামে সাত বছরের এক শিশুকে গলা কেটে হত্যা করা হয়েছে। সে ফুলবাড়ি ইউনিয়নের কাঁটাখালি গ্রামের নকু প্রামানিকের ছেলে।জানা গেছে, সোহাগ মঙ্গলবার বিকেল মাছ ধরার জন্য নদীতে যায়। মাছ ধরে বাড়িতে রেখে আবার সে বাড়ির বাইরে চলে যায়। তারপর আর বাড়ি ফিরে আসেনি। সন্ধ্যায় বাড়ি ফিরে না আসায় পরিবারের লোকজন তাকে বিভিন্ন জায়গায় খুঁজতে থাকে। মধ্যরাতে বাড়ি থেকে কিছু দূরে পাট ক্ষেতে সোহাগের গলাকাটা লাশ দেখতে পায়। পুলিশ সংবাদ পেয়ে রাত ৩টায় সোহাগের লাশ উদ্ধার করে থানায নিয়ে আসে। বুধবার সকালে লাশ মর্গে প্রেরন করা হয়েছে। পুলিশ মুনছু প্রামানিকের ছেলে বকুল নামে এক ব্যক্তিকে আটক করেছে।