দৈনিকবার্তা-গাজীপুর, ২৬ আগস্ট: ত্রাণ মন্ত্রনালয়ের ভুয়া কার্যাদেশ দেখিয়ে প্রতারনার মাধ্যমে এক ব্যাবসায়ীর গুদাম থেকে নিয়ে যাওয়া ৭০ লাখ টাকা মূল্যের কম্বল ও লুঙ্গির মধ্যে ৪০ লাখ টাকার মালামাল টঙ্গীর এক গোডাউন থেকে বুধবার উদ্ধার করেছে র্যাব-১ এর সদস্যরা। তবে এঘটনায় জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।
র্যাব-১ সূত্র জানায়, ত্রাণ মন্ত্রণালয়ের মহাখালীস্থ দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে প্রায় দু’কোটি টাকার চায়না কম্বল, ব্লেজার কম্বল এবং লুঙ্গি সরবরাহের জন্য ঢাকার কতোয়ালী থানার ৩নং সীমসন রোড এলাকার বিক্রমপুর গার্ডেন সিটি মার্কেটের মেসার্স সালাম এন্ড ব্রাদার্সের নামে ভ’য়া কার্যাদেশ তৈরী করে জনৈক রুবেল ও আনিসুল হকসহ একটি প্রতারকচক্র। পরে এ চক্রের সদস্যরা ওই ভ’য়া কার্যাদেশ দেখিয়ে গত ৮ জুলাই তেজগাঁও এলাকার সিএসডি গোডাউনে সরবরাহের কথা বলে ৪টি কাভার্ড ভ্যান ভর্তি করে প্রায় ৭০ লাখ টাকা মূল্যের ২ হাজার ৫’শ পিস চায়না কম্বল, ৩ হাজার পিস ব্লেজার কম্বল এবং ২ হাজার ৫’শ পিস অনুসন্ধান লুঙ্গি মেসার্স সালাম এন্ড ব্রাদার্স নামের দোকান থেকে নিয়ে যায়।
পরদিন ওই দোকানের মালিক মোঃ শামসুল হক সংশ্লিষ্ট দপ্তরে ও গোডাউনে খোঁজ নিয়ে প্রতারনার কথা জানতে পারেন। এ ব্যাপারে অভিযোগ পেয়ে গোপন সংবাদের ভিত্তিতে সহকারী পুলিশ সুপার মোহাম্মদ নাজমুল হাসান রাজিবের নেতৃত্বে র্যাব-১ একটি দল বুধবার গাজীপুরের টঙ্গী থানাধীন নোয়াগাঁও এলাকার (হাউজ নং-৮২) মৃত আব্দুল মালেক ভিলার নীচতলার গোডাউনে অভিযান চালায়। এসময় র্যাব সদস্যরা ওই গোডাউন থেকে ৪০ হাজার টাকা মূল্যের ২৮০ কার্টুন ভর্তি ১ হাজার ৯৬০ পিস চায়না কম্বল উদ্ধার করে। অভিযানকালে অভিযুক্ত রুবেল র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যেতে সক্ষম হয়।