anisul-doinikbarta

দৈনিকবার্তা-ঢাকা, ২৫ আগস্ট: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭ ধারা সংশোধনের বিষয়টি সরকার বিবেচনা করবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক৷মঙ্গলবার সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন৷আইনমন্ত্রী বলেন, যেহেতু বিষয়টি নিয়ে কথা উঠেছে, যৌক্তিক হলে ৫৭ ধারা সংশোধনের বিষয়টি বিবেচনা করবে সরকার৷প্রসঙ্গত, সমপ্রতি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭-এর ১ ও ২ ধারা বাতিলের দাবি জানিয়েছে সংবাদপত্রের সম্পাদকদের সংগঠন সম্পাদক পরিষদ৷সাংবাদিকদের অপর এক প্রশ্নে আনিসুল হক বলেন, কোনো সদস্যের অপরাধের জন্য প্রতিষ্ঠান হিসেবে র্যাবের বিচার হতে পারে না৷ র্যাবের যেসব সদস্যের বিরুদ্ধে অভিযোগ পাওয়া যাচ্ছে, সেগুলোর তদন্ত-অনুসন্ধান শেষে ব্যবস্থা নেয়া হচ্ছে৷সরকার বিচারবহির্ভূত হত্যাকাণ্ড সমর্থন করে না মন্তব্য করে তিনি বলেন, র্যাবের প্রয়োজনীয়তা রয়েছে৷ সন্ত্রাস দমনে কার্যকর ভূমিকা পালন করে র্যাব তাদের প্রয়োজনীয়তা প্রমাণ করেছে৷

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের সমর্থন করে না সরকার৷ কোনো প্রতিষ্ঠান নয়, ব্যক্তিকে বিচারের আওতায় আনা হবে৷ র্যাব তার কার্যক্রম প্রমাণে স্বাক্ষর রেখেছে বলেও মন্তব্য করেন তিনি৷’তথ্য প্রযুক্তি আইনের ৫৭ ধারার অপপ্রয়োগ এবং এই ধারা সংশোধনের সুপারিশ রয়েছে এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, যদি যৌক্তিক হয় তাহলে তথ্য প্রযুক্তি আইনের ৫৭ ধারা সংশোধন করব৷সমপ্রতি হাজারীবাগ থানা ছাত্রলীগের সভাপতি আরজুসহ ক্রসফায়ারে কয়েকজনের মৃত্যু এবং তথ্য প্রযুক্তি আইনের ৫৭ ধারা নিয়ে বিতর্কের ঘটনায় এসব কথা বলেন আইনমন্ত্রী৷ এদিকে, গত রোববার তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তথ্য প্রযুক্তি আইনের বিতর্কিত ৫৭ ধারার বিষয়ে তথ্য মন্ত্রী ইনু বলেন, ৫৭ ধারা মানবাধিকার ও মুক্তমনা চিন্তার সঙ্গে সংঘর্ষিক নয়৷সাইবার অপরাধ দমন নিয়ে একটি আইন তৈরিতে সরকার কাজ করছে জানিয়ে তিনি বলেন, আইনটি হলে তখন ৫৭ ধারা নিয়ে চিন্তা-ভাবনা করা যাবে৷৫৭ ধারায় জামিন না থাকার সুযোগের সমালোচনার বিষয়ে মন্ত্রী বলেন, আইনজীবীরা আংশিক সত্য কথা বলছেন৷ সিআরপিসিতে এমন অনেক আইন আছে জামিন অযোগ্য৷