B-----9

দৈনিকবার্তা-ঢাকা, ২৫ আগস্ট ২০১৫: বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) একাংশের সভাপতি এবং জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শওকত মাহমুদের মুক্তির দাবিতে মানববন্ধন করেছেন বিভিন্ন সংবাদমাধ্যমে কর্মরত ফটো সাংবাদিকরা।মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে ‘ফটো সাংবাদিকবৃন্দ’ ব্যানারে এ মৌন মানববন্ধন অনুষ্ঠিত হয়।দৈনিক দিনকালের ফটো সাংবাদিক বাবুল তালুকদারের নেতৃত্বে মানববন্ধনে অংশ নেন দৈনিক সকালের খবরের জ্যেষ্ঠ ফটো সাংবাদিক বুলবুল আহমেদ, দৈনিক আজকের পত্রিকার কাজী বোরহান উদ্দিন, ইংরেজি দৈনিক ডেইলি স্টারের ইমরান হোসেন, বাংলানিউজের সিনিয়র ফটো সাংবাদিক দেলওয়ার হোসেন বাদল, নয়া দিগন্তের মো. শরীফ, ঢাকা ট্রিবিউনের মো. হোসাইন অপু, ইনকিলাবের মাসুম, নিউএজ’র সৌরভ, মানবজমিনের নাসিরুদ্দিন, অনলাইন সংবাদ মাধ্যম শাহীন ভূঁইয়া, দৈনিক সংবাদের আরিফুল ইসলাম, নিউ ন্যাশনের রফিকুল ইসলাম, মইন আহমেদ, বাংলামেইলের দীপা ঘোষ,আমার সংবাদের লুতফর, রুপসীবাংলার বাবুল দাস, প্রমুখ।মানববন্ধন থেকে শওকত মাহমুদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার করে অবিলম্বে তার নিঃশর্ত মুক্তি দাবি করা হয়।

B-----8

উল্লেখ ২০১৫ সালের প্রথম দিকে বিএনপির হরতাল ও অবরোধ চলাকালে নাশকতার অভিযোগে পল্টন ও মতিঝিল থানায় মামলাগুলো দায়ের করা হয়।এর আগে, ২০১৫ সালের ১৯ আগস্ট রমনা থানার নাশকতা মামলায় শওকত মাহমুদকে ঢাকা মহানগর হাকিম শাহরিয়ার মাহমুদ আদনান তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।২০১৫ সালের ১৮ আগস্ট রাজধানীর পান্থপথে সামারাই কনভেনশন সেন্টারের গেট থেকে সকাল সোয়া ১১টার দিকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাংবাদিক নেতা শওকত মাহমুদকে গ্রেফতার পুলিশ।