work-stop

দৈনিকবার্তা-মংলা, ২৫ আগস্ট: নৌযান শ্রমিক ও নেতৃবৃন্দের নামে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার এবং নদী পথে চাদাবাজি, সন্ত্রাসী, চুরি, ডাকাতি বন্ধের দাবীতে মঙ্গলবার ভোর ৬টা থেকে শুরু হয়েছে নৌযান শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি। নৌযান শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বাহারুল ইসলাম বাহার ও যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কাশেম মাস্টার জানান, দাবী আদায়ের লক্ষ্যে সারাদেশের নৌযান শ্রমিকেরা তাদের কাজ বন্ধ রেখে কর্মবিরতি পালন শুরু করেছে। তাদের এ দাবী আদায় না হওয়া পর্যন্ত লাগাতার কর্মবিরতি চলবে।

মংলা বন্দর কর্তৃপক্ষের পরিচালক (ট্রাফিক) গোলাম মোক্তাদির জানান, নৌযান শ্রমিকদের কর্মবিরতির ফলে মংলা বন্দরের চ্যানেলে অবস্থানরত ৭টি জাহাজের পণ্য বোঝাই-খালাস ও পরিবহণের কাজ সম্পূর্ণ বন্ধ রয়েছে। তবে আংশিকভাবে কাজ চলছে বন্দর জেটিতে থাকা একটি কন্টেইনার ও একটি মেশিনারী পণ্যবাহী জাহাজে। এদিকে চট্টগ্রাম বন্দর কর্মবিরতির আওতামুক্ত থাকছে বলে জানিয়েছেন নৌযান শ্রমিক ফেডারেশনের নেতা বাহারুল ইসলাম বাহার।