hanif

দৈনিকবার্তা-ঢাকা, ২৫ আগস্ট: আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন,জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ এবং ন্যাশনাল আওয়ামী পার্টি-ন্যাপসহ তত্‍কালীন বামসংগঠনগুলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার প্রেক্ষাপট তৈরি করেছিল৷ তিনি বলেন, জাসদ এবং ন্যাপসহ তত্‍কালীন বামসংগঠনগুলো দেশজ,ড়ে অস্থিতিশীলতা সৃষ্টি করে বঙ্গবন্ধুকে হত্যার প্রেক্ষাপট তৈরি করেছিল৷ এটা সত্য৷ এটা নিয়ে ভুল ব্যাখ্যা দেয়ার সুযোগ নেই৷ মঙ্গলবার রাজধানীর আজিমপুর গার্হস্থ্য অর্থনীতি কলেজ ছাত্রলীগ আয়োজিত শোক দিবসের আলোচনায় আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এ অভিযোগ করেন৷

মাহবুব উল আলম হানিফ বলেন, জাসদ ও ন্যাপসহ যাঁরা বাম রাজনীতি করতেন, ৭২ থেকে ৭৫-এ তাঁরা বঙ্গবন্ধু সরকারের বিরোধিতা করেছিলেন৷ কেন করেছিলেন, তাঁরাই ভালো ব্যাখ্যা দিতে পারবেন৷ তাঁদের ঔদ্ধত্য এমন পর্যায়ে ছিল যে, একটা সরকারকে অস্থিতিশীল করার জন্য যা যা করণীয়, তাঁরা তা-ই করেছিলেন৷ আর তাঁরাই ওই সময় তৈরি করেছিলেন জাতির পিতাকে হত্যার প্রেক্ষাপট৷হানিফ বলেন, আজকে আমাদের নেতা শেখ সেলিমের বক্তব্যের জবাব দিতে গিয়ে বিএনপির বক্তব্যের সঙ্গে সুর মেলানোর যে অভিযোগ করা হচ্ছে, এটার কোনো যৌক্তিকতা নেই৷ যে যেখান থেকে দেখুক না কেন, ইতিহাস নিয়ে বিভ্রান্তির কোনো সুযোগ নেই৷হানিফ আরও বলেন, বঙ্গবন্ধু সরকারকে অস্থিতিশীল করার জন্য হাটবাজার লুটপাট, ডাকাতি, ব্যাংক ডাকাতি, সাধারণ মানুষকে হত্যা, আওয়ামী লীগ নেতাদের হত্যা, এমনকি ঈদের নামাজের জামাত শেষে আওয়ামী লীগের এমপিদের হত্যা পর্যন্ত করেন তাঁরা৷ এ সমস্ত বর্বরোচিত কর্মকাণ্ডের লক্ষ্য ছিল একটাই, বঙ্গবন্ধুর সরকারকে অস্থিতিশীল করা৷ সেই কারণেই কিন্তু একাত্তরের পরাজিত শক্তি বঙ্গবন্ধুকে হত্যা করতে পেরেছিল৷হানিফ বলেন, ওই বাম সংগঠনের অনেক নেতারা বিষয়টি স্বীকারও করেছেন৷ তারা বলেছেন, ৭২-৭৫\’র বঙ্গবন্ধু সরকারের সময় যা করেছিলেন তা ভুল ছিল৷ কিন্তু সেই ভুলের মাসুল জাতিকে চড়া দামে দিতে হয়েছে৷

এর আগে রোববার রাজধানীতে শোক দিবসের এক অনুষ্ঠানে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম বলেন, স্বাধীনতাবিরোধীরা কখনো বঙ্গবন্ধুর ওপর আঘাত হানতে পারত না, যদি এই গণবাহিনী, জাসদ বঙ্গবন্ধুর বিরোধিতা করে বিভিন্ন জায়গায় ডাকাতি করে, মানুষ হত্যা করে, এমপি মেরে পরিবেশ সৃষ্টি না করতো৷তবে অভিযোগ অস্বীকার কওে েেসামবার এক বিবৃতিতে জাসদ দাবি করে, বঙ্গবন্ধু হত্যা মামলার দীর্ঘ তদন্ত, দাখিলকৃত অভিযোগপত্র, সাক্ষীদের জেরা, আদালতের রায় ও পর্যবেক্ষণে কোথাও বঙ্গবন্ধু হত্যার সঙ্গে জাসদের সংশ্লিষ্টতার সামান্যতম বিষয়টি আসেনি৷প্রসঙ্গত, আওয়ামী লীগ থেকে বেরিয়ে জাসদ গঠনের পর বঙ্গবন্ধু সরকারের চরম বিরোধিতায় ছিল দলটি৷ তবে এখন আওয়ামী লীগের সঙ্গে সরকারেও রয়েছে জাসদ৷ দলটির সভাপতি হাসানুল হক ইনু তথ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন৷

মাহবুব উল আলম হানিফ আরও বলেন, আজকে ওই বাম সংগঠনের অনেক নেতা ইতিমধ্যেই স্বীকারও করেছেন এবং তাঁদের অনেকে বলেছেন, ৭২ থেকে ৭৫ পর্যন্ত বঙ্গবন্ধু সরকারের সময় তাঁরা যা করেছিলেন তা ভুল করেছিলেন৷ কিন্তু সেই ভুলের মাশুল জাতিকে দিতে হয়েছে চড়া দামে৷

আওয়ামী লীগের নেতা হানিফ বলেন, ষড়যন্ত্র এখনো হচ্ছে৷ বিএনপি ও খালেদা জিয়া আবার এ দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করেছিলেন৷ গত তিন-চার বছর যুদ্ধাপরাধীদের বিচার বানচাল করার জন্য নানা ঘটনা ঘটানো হয়েছে৷ কয়েক দিন আগে বিএনপি নেতার মেয়ে ফারাজানা জঙ্গি অর্থায়নের অভিযোগ আটক হয়েছে৷ এই ফারাজানারা একজন নয়৷ বিএনপি-জামায়াতের সংগঠনের নেতৃত্বে এ ধরনের অসংখ্য গ্রুপ আছে, যাদের খুঁজলে দেখা যাবে জঙ্গিবাদে মদদ দিচ্ছে, সহায়তা করছে, পৃষ্ঠপোষকতা করছে৷ গার্হস্থ্য অর্থনীতি কলেজ ছাত্রলীগের সভাপতি ফারজানা আখতারের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অপু উকিল, সাংসদ ফজিলাতুন্নেসা বাপ্পী, গার্হস্থ্য অর্থনীতি কলেজের অধ্যক্ষ শামসুন নাহার বেগম, ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান, সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন প্রমুখ৷