দৈনিকবার্তা-ঢাকা, ২৫ আগস্ট: হাই ভোল্টেজ ম্যাচে সোমবার পয়েন্ট ভাগাভাগি করে নিয়েছে ইংলিশ প্রিমিয়ার লীগের দুই জায়ান্ট আর্সেনাল ও লিভারপুল৷ এমিরেটস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটি ড্র হয়েছে গোল শূন্যভাবে৷অসুস্থ ও ইনজুরির কারণে এদিন মাঠে নামেননি আর্সেনালের সেন্টার ব্যাক পির মার্টেসাকের ও লরেন্ট কোসিয়েলনি৷ এ ম্যাচে খেলতে পারেননি লিভারপুলের নিয়মিত অধিনায়ক জর্ডান হেন্ডারসন ও মিডফিল্ডার অ্যাডাম লান্টানাও৷ ইনজুরির কারণে খেলতে পারেননি তারা৷ এরই সুবাদে এ মৌসুমে অ্যানফিল্ডে পাড়ি জমানো ব্রাজিলিয়ান তারকা রবার্তো ফিরেমিনো জায়গা করে নেন ১ম একাদশে৷ম্যাচের প্রথমার্ধে কতর্ৃত্ব করেছে সফরকারী লিভারপুল৷ এসময় তারা দুটি গোলের সুবর্ণ সুযোগও আদায় করেছিল৷ বিশেষ করে ক্রিস্টিয়ান বেনটেকের অসাধারণ প্রচেষ্টাটি রম্নখে দেন আর্সেনাল গোলরৰক পিটার চেক৷ অপরদিকে আর্সেনালের হয়ে প্রতিপক্ষের গোলপোস্টে বল পাঠিয়েও গোলের স্বীকৃতি আদায় করতে পারেননি এ্যারন রামসি৷ অফসাইডের অজুহাতে গোলটি বাতিল করে দেন রেফারি৷
প্রথমার্ধে লিভারপুল কতর্ৃত্ব প্রতিষ্ঠা করলেও দ্বিতীয়ার্ধে এসে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় স্বাগতিক আর্সেনাল৷ এসময় আলেঙ্জি সানচেজের একটি শট পোস্টে লেগেও প্রতিহত হয়৷ আর্সেনালের আক্রমণাত্মক ফুটবলের মধ্যেই লিভারপুল কয়েকটি গোলের সুযোগ তৈরি করেছিল৷ কিন্তু তা থেকে লক্ষ্যভেদ হয়নি৷ ফলে লীগ তালিকার শীর্ষে থাকা ম্যানচেস্টার সিটির সঙ্গে দুই পয়েন্টের ব্যবধান রচনা করে তালিকার তৃতীয় স্থানে জায়গা পায় অল রেডরা৷ তাদের চেয়ে আরো তিন পয়েন্টে পিছিয়ে থেকে আর্সেনালের অবস্থান নবম৷প্রিমিয়ার লীগে বর্তমানে ম্যানচেস্টার সিটিই একমাত্র দল যারা শুরম্নর তিন ম্যাচের সবকটিতে জয় নিয়ে ৯ পয়েন্ট সংগ্রহ করেছে৷ দুটিতে জয় ও একটিতে ড্র করে লিভারপুলের সংগ্রহ ৭ পয়েন্ট৷ আর প্রথম ম্যাচেই হারের স্বাদ পাওয়া আর্সেন ওয়েঙ্গারের দল আর্সেনাল তিন ম্যাচ থেকে সংগ্রহ করেছে ৪ পয়েন্ট৷
খেলা শেষে স্কাই স্পোর্টসকে লিভারপুল কোচ ব্রেনডন রজার্স বলেন, ‘আমার মনে হয় দল অসাধারণ খেলেছে৷ খেলায় আমরা সবকিছুই প্রদর্শন করেছি৷ সব কিছু মিলিয়ে আমরা ভাল একটি খেলা উপহার দিয়েছি৷ তবে জয়লাভ করতে না পারায় আমরা কিছুটা হতাশ৷স্বাগতিক কোচ আর্সেন ওয়েঙ্গার বলেন, প্রথমার্ধে লিভারপুল কয়েকটি সুযোগ সৃস্টি করলেও দ্বিতীয়ার্ধে কিছুই করতে পারেনি৷ আর আমরা দুই অর্ধেই গোলের সুযোগ সৃষ্টি করেছি৷ একটি নিয়মিত গোল আদায়ও করেছিলাম, কিন্তু রেফারি গোলটি বাতিল করে দেন৷ এর কারণ বোধগম্য হওয়া বেশ কঠিন৷ আমরা জানি গোল করতে৷ কিন্তু আমাদের প্রয়োজন ছিল শেষভাগে এসে সেরাটা দেয়ার৷